বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দর্শকরা চিৎকার করে বললেন রাজের নাম

  •    
  • ১০ জুলাই, ২০২২ ২০:৫৭

প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের অনুরোধ করে রায়হান রাফি বলেন, ‘সিনেমাটি ভালো লাগলে অন্যদেরকে ভালোলাগার কথা জানাবেন, দেখতে বলবেন।’

ঈদের সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি সিনেমার মধ্যে একটি পরান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

সিনেমাটি দেশের ১১টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। দর্শকদের আগ্রহ বাড়াতে এবং সরাসরি প্রতিক্রিয়া জানতে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা ছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

সেখানে সিনেমা শেষে দর্শকদের সঙ্গে কথা বলেন রাফি ও মিম। কথা বলার একটি ভিডিও রাফি পোস্ট করেছে তার ফেসবুক পেজে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাফি সবাইকে চিৎকার জিজ্ঞেস করছেন. ‘সিনেমা কেমন লেগেছে’, দর্শকরা এক সঙ্গে উত্তর দিচ্ছেন, ‘ভালো’।

প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের অনুরোধ করে রায়হান রাফি বলেন, ‘সিনেমাটি ভালো লাগলে অন্যদেরকে ভালোলাগার কথা জানাবেন, দেখতে বলবেন।’

এর পর মিম চিৎকার করে দর্শকদের জিজ্ঞেস করেন, ‘কার অভিনয় ভালো লেগেছে?’ দর্শকরা একসঙ্গে বলে ওঠেন, ‘রাজ’।

রাজকে সামনে পেয়ে দর্শকরা সরাসরি জানিয়েছেন তাদের ভালোলাগার কথা। অনেকে আবার ফেসবুকে সিনেমাটির প্রশংসা করেছেন। একজন দর্শক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এখন পর্যন্ত রায়হান রাফির সেরা বাণিজ্যিক সিনেমা এটা। শরিফুল রাজ দুর্দান্ত।’

রায়হার রাফি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছেন, মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সেও পরান সিনেমাটির একটি শো হাউজফুল হয়েছে। সেই পোস্টের নিচে এক মন্তব্যকারী লিখেছেন, ‘ভাই আগামীকাল অনেক বেশি হাউজফুল হবে দেখবেন।’

রায়হান রাফি আরেকটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, স্টার সিনেপ্লেক্সের (পান্থপথ) সন্ধ্যা ৭ টার শো হাউসফুল হয়েছে।

এ বিভাগের আরো খবর