বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনেক বেশি খাওয়াদাওয়া করুন, নো ডায়েট: বুবলী

  •    
  • ১০ জুলাই, ২০২২ ১৪:৪৩

দর্শকরা বুবলীকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, সেভাবেই যেন পাশে থাকেন, সেই প্রত্যাশা অভিনেত্রী রেখে গেছেন ভক্ত-দর্শকদের কাছে।

ঈদ মানেই খুশি। এই আনন্দে ডায়েট বা শরীরচর্চায় মন না দিয়ে বেশি বেশি খাওয়াদাওয়া করতে বলেছেন বুবলী। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি তার ভক্ত-দর্শকদের এ কথা বলেন।

পাশাপাশি তিনি এও বলেছেন যে পাশের যে মানুষটি ঈদ উদযাপন করতে পারছেন না, তার বা তাদের দিকেও যেন সবার নজর থাকে।

বুবলী বলেন, ‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে। নিশ্চয়ই আপনারা অনেক আনন্দ করছেন ঈদের দিন। আসলে ঈদ মানেই তো আনন্দ। ভীষণ ভালো লাগছে যে আমরা এখনও সবাই সুস্থ আছি, ভালো আছি।’

কোভিডের বিধিনিষেধ সবাইকে মেনে চলার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘করোনা কিন্তু যাচ্ছে-আসছে এ রকম অবস্থায় আছে। প্রকোপ আছে এখনও। তাই সব বিধিনিষেধ মেনেই যেন আমরা আনন্দ করি। কী করতে হবে তা আমরা অলরেডি জানি। আমরা ঈদ উদযাপন করব, তবে অবশ্যই সেফটি মেইনটেইন করে।’

দর্শক বুবলীকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, সেভাবেই যেন পাশে থাকেন, সেই প্রত্যাশা অভিনেত্রী রেখে গেছেন ভক্ত-দর্শকদের কাছে।

এর পরই তিনি বলেন, ‘বেশি বেশি খাওয়াদাওয়া করুন, এই কয়েক দিন নো ডায়েট। আমরা চাইলে এক্সারসাইজ করতেই পারি, কিন্তু ঈদের সময় ডায়েট-এক্সারসাইজ করতেই হবে, তা আমি মনে করি না।’

পাশের মানুষকে নিয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে বুবলী বলেন, ‘আমাদের মতো করে যতটুকুই হোক যারা আমরা অনেকটাই ভালো আছি, তারা যেন যারা আনন্দ উদযাপন করতে পারছে না, তাদের একটু সাহায্য করি। শুধু ঈদের দিন না, বছরের প্রতিটি দিন আমি চাই আশপাশের মানুষদের নিয়ে ভালো থাকব আমরা।’

এ বিভাগের আরো খবর