দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অনন্ত জলিল। এবার ঈদে তার অভিনীত দিন- দ্য ডে সিনেমার দখলেই অধিকাংশ প্রেক্ষাগৃহ। অনন্ত জানিয়েছেন, তার সিনেমা মুক্তি পেয়েছে ১১৫টি সিনেমা হলে।
এক ভিডিও বার্তায় অনন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুক্তি পাওয়া আরও দুটি সিনেমা দেখার জন্য অনুরোধ করেছেন দর্শকদের।
অনন্ত বলেন, ‘পরান ও সাইকো সিনেমা দুটির শুভ কামনা করি। যেখানেই সিনেমা দুটি মুক্তি পেয়ে থাকুক না কেন, দর্শক আপনারা সিনেমা দুটি দেখবেন। কারণ আপনারা সিনেমা দেখলেই প্রযোজকরা আবার সিনেমা বানাতে পারবে। চলচ্চিত্র শিল্পীরা কাজ করতে পারবে।’
অনন্ত জানান, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, সিনেমা দেখে সংশ্লিষ্টদের উৎসাহ দেয়ার আহ্বান জানান তিনি।
পরান ও সাইকো সিনেমা দুটি যথাক্রমে ১১ ও ১৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।