যৌথ প্রযোজনায় নির্মিত এবং অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা দিন- দ্য ডে রোববার থেকে চলবে রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে।
স্টার সিনেপ্লেক্সেরে চারটি শাখায় প্রদর্শিত হবে দিন- দ্য ডে সিনেমাটি। শাখাগুলো হলো- বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্তসম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী) ও সনি স্কয়ার (মিরপুর)। ঈদের দিন মোট ৮টি এবং ঈদের দ্বিতীয় দিন থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট শো চলবে ১২টি।
ব্লকবাস্টারে ঈদের দিন ৪টি এবং ঈদের পরদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮টি করে শো চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।
স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইট ও ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করেছে।
অনলাইনে রয়েছে সিনেমাটির গান ও ট্রেইলার। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেইলারের পরতে পরতে অ্যাকশনে ভরপুর। এতে দেখা যায়, আন্তর্জাতিক এক সন্ত্রাসী গ্রুপকে ধরতে ভয়ংকর এক অপারেশনে নেতৃত্ব দেন অনন্ত জলিল। অনুমান করা যায়, এই গ্রুপ মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত।
এই অপারেশনের জন্য অনন্তকে বাছাই করতে দেখা যায় পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা মিশা সওদাগরকে।
সিনেমায় অনন্তের চরিত্রের নাম এজে। ট্রেইলারে দেখা যায় তার সঙ্গে অপারেশনে অংশ নেন পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা বর্ষাকে।
অনন্ত-বর্ষা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমাটি নিয়ে অনন্ত জানিয়েছিলেন, দিন- দ্য ডে চমকে ঠাসা একটি সিনেমা। ট্রেইলারেও দেখা গেল অনেকটা তাই। দেশপ্রেম, অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই লক্ষ্য করা যায় এতে।
১০০ কোটি টাকার বাজেটের সিনেমাটি বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানে বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।