দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে আরমান খান।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার বাবার মৃত্যু হয়। ফুসফুসে ক্যানসারের সমস্যাসহ বার্ধক্যজনিত সমস্যা ছিল আলম খানের।
প্রয়াত কিংবদন্তি পপ তারকা আজম খানের ভাই আলম খান। তার মৃত্যুর বিষয়ে গীতিকার কবির বকুল বলেন, ‘আলম খান রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন। মরদেহ হাসপাতালেই আছে। আসরের নামাজের পর তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হবে।’
‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’সহ অসংখ্য কালজয়ী গানের সুরকার আলম খান।
১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্ম আলম খানের। ১৯৭০ সালে আব্দুল জব্বার খান পরিচালিত কাচ কাটা হীরে সিনেমার মাধ্যমে এককভাবে সংগীত পরিচালনা শুরু করেন আলম খান। তার সুর করা প্রথম জনপ্রিয় গান স্লোগান চলচ্চিত্রের ‘তবলার তেড়ে কেটে তাক’।
১৯৮৫ সালে আলম খানের সুর করা তিন কন্যা সিনেমার ‘তিন কন্যা এক ছবি’ গান দিয়ে প্লেব্যাক শুরু করেন ভারতের নামকরা সংগীতশিল্পী কুমার শানু।
চলচ্চিত্রের গানে অবদানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সুরকার বিভাগে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলম খান।