বিশ্বের শীর্ষস্থানীয় মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এতে অংশ নেয়ার কথা ছিল টপ মডেল বাংলাদেশ প্রতিযোগিতায় সামগ্রিকভাবে বিজয়ী জাবিবা সাজ্জাদ প্রেখার। তবে তিনি পারিবারিক সমস্যার কারণে মূল প্রতিযোগিতায় লন্ডনে যেতে পারছেন না বলে এতে অংশ নেবেন কমার্শিয়াল বিভাগে বিজয়ী তানাজ বসরি মিঠি।
এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার জাবিবা জানান, পারিবারিক সমস্যার কারণে মূল প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডন যেতে পারছেন না তিনি।
এরপর টপ মডেল বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজনকারীরা সিদ্ধান্ত নেন- এতে অংশ নেবেন কমার্শিয়াল বিভাগে বিজয়ী তানাজ বসরি মিঠি।
টপ মডেল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টপ মডেল বাংলাদেশ ঘোষণা করতে পেরে আনন্দিত যে- মিস তানাজ বসরি মিঠি টপ মডেল ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ২০২২ সালের সেপ্টেম্বরে লন্ডনে যাবেন।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল প্রতিযোগী একটি ভিডিও বার্তায় লন্ডনের ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
সেখানে আরও বলা হয়, ‘তানাজ টপ মডেল বাংলাদেশ কমার্শিয়াল ক্যাটাগরির জাতীয় খেতাব বিজয়ী এবং টপ মডেল ওয়ার্ল্ডওয়াইড ২০২২-এ তাকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখে আমরা সবাই অত্যন্ত উচ্ছ্বসিত।’
এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী শীর্ষ মডেল হওয়ার জন্য প্রতিযোগিতা করবেন তানাজ। এটি তার জন্য বিগত বছরের বিজয়ীর মতো আন্তর্জাতিক মডেল হওয়ার দরজা খুলে দেবে।
এর আগে ‘টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড’ ও ‘টপ মডেল ইউকে’র যৌথ তত্ত্বাবধানে প্রথমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ মডেল অনুসন্ধান প্রতিযোগিতা। গত ২৫ জুন প্রকাশ করা হয় বিজয়ীদের নাম।
বিজয়ীরা হলেন- নারী এডিটরিয়ালে জাবিবা সাজ্জাদ প্রেখা (সামগ্রিকভাবেও বিজয়ী), নারী কমার্শিয়ালে তানাজ বসরি মিঠি, নারী ক্ল্যাসিকে অধরা নিহারিকা, পুরুষ কমার্শিয়ালে তানভীর সামদানী এবং পুরুষ এডিটরিয়ালে সাব্বির আহমেদ।
বাংলাদেশে এই প্রতিযোগিতার সমন্বয় করেছে আন্তর্জাতিক মডেল ও ২০২১ সালে টপ মডেল ইউকের মুকুটজয়ী মাকসুদা আক্তার প্রিয়তী।
তার কাছে জানতে চাওয়া হয়, জাবিবার লন্ডনে না যাওয়ার সিদ্ধান্তে কোনো বিড়ম্বনায় পড়লেন কি না বাংলাদেশের টপ মডেলের আয়োজনকারীরা?
এমন প্রশ্নে প্রিয়তী নিউজবাংলাকে বলেন, ‘বিড়ম্বনা তো টপ মডেল বাংলাদেশের বেশ পোহাতে হয়েছে, বিশেষ করে দেশের নাম বলে কথা, যেখানে আমাদের দেশের নাম, সম্মান, ভাবমূর্তি সম্পৃক্ত। এরপর সময়, শক্তি এফোর্ট অপচয় হয়েছে।
‘তবে ওসব কথায় না যাই। আমাদের বিজয়ীদের সবাই খুব প্রতিভাবান। তানাজ বসরী মিঠি আমাদের কমার্শিয়াল বিভাগের বিজয়ী, আমরা খুব আশাবাদী যে তিনি দেশকে দারুণভাব বিশ্বমঞ্চে তুলে ধরবেন, তিনি দারুণ প্রত্যয়ী এবং ফোকাসড বলে আমরা মনে করি।’