বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হাওয়া’ আসছে জুলাইতে

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১৯:৩৪

সিনেমাটি সেন্সরও পেয়ে গেছে বলে জানান সুমন। বেশ অনেকদিন আগেই সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়ে গেছে এবং সেন্সর সার্টিফিকেট হাতেও পেয়েছে কর্তৃপক্ষ।

সমুদ্র পারের নয়, গভীর সমুদ্রের গল্প নিয়ে সিনেমা হাওয়া মুক্তি পাবে জুলাইতে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন।

তিনি নিউজিবাংলাকে বলেন, ‘আমরা তারিখ এখনও চূড়ান্ত করিনি। তবে জুলাইতে অবশ্যই সিনেমাটি মুক্তি দিতে চাই।’

সিনেমাটি সেন্সরও পেয়ে গেছে বলে জানান সুমন। বেশ অনেকদিন আগেই সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়ে গেছে এবং সেন্সর সার্টিফিকেট হাতেও পেয়েছে কর্তৃপক্ষ।

হাওয়া সিনেমার ট্রেইলারে চঞ্চল চৌধুরী। ছবি: ট্রেইলার থেকে নেয়া

বহু নাটক ও বিজ্ঞাপনের নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা হাওয়া নিয়ে সবার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ট্রেইলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে। এখন সিনেমাটি দেখার অপেক্ষা সবার।

সিনেমাটি নিয়ে সুমন বলেছিলেন, ‘হাওয়া এ কালের রূপকথার গল্প হলো। তবে যে রূপকথার গল্প আমরা শুনে আসছি এটা তেমন না। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। সৈকতে দাঁড়িয়ে আমরা যে সমুদ্র দেখি, গভীর সমুদ্রের গল্প অন্যরকম।’

হাওয়া সিনেমার ট্রেলারে তুষি। ছবি: ট্রেলার থেকে নেয়া

ট্রেইলার দেখে তেমন আঁচ করা গেছে। ট্রেলারের কোথাও সমুদ্রের পারের কোনো দৃশ্য নেই। গভীর সমুদ্রে পানির দাপট আর আর সমুদ্রের আইন মেনে চলতে দেখা গেছে চরিত্রদের।

শুধু তাই নয়, নৌকায় এক নারী ওঠার পর থেকে বিচিত্র সব ঘটনা ঘটতে থাকে। যাকে রুপকথার মতো মনে হতে পারে দর্শকদের।

হাওয়া সিনেমার ট্রেলারে সুমন আনোয়ার, শরিফুল রাজ ও সহশিল্পী। ছবি: ট্রেইলার থেকে নেয়া

সিনেমার চরিত্রদের লুকও খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিতে পারে দর্শকদের কাছে। কারণ সিনেমায় অভিনয় করা চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মন্ডল, তুষিকে একদম অন্যভাবে দেখা গেছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

এ বিভাগের আরো খবর