বলিউডে তিন দশক পূর্ণ করলেন শাহরুখ খান। ৩০ বছরের ক্যারিয়ারে বহু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। দুর্দান্ত অভিনয় দিয়ে অর্জন করেছেন বিশ্বব্যাপী খ্যাতি। ভক্তরা তাকে ‘বলিউড বাদশা’, ‘কিং খান’ নামে অভিহিত করেন।
বিশেষ এই দিনে শাহরুখকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী গৌরী খান।
এদিন প্রকাশ পেয়েছে শাহরুখের বহুপ্রতীক্ষিত সিনেমা পাঠান-এর মোশন পোস্টার।
ইনস্টাগ্রামে সেই পোস্টার পোস্ট করে গৌরী লিখেছেন, ‘আমাদের পক্ষে বুঝে ওঠা কঠিন, তিনি একজন বাবা, স্বামী, বন্ধু ছাড়া আর কী কী এবং কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করেন। আমরা শুধু বুঝতে পারি তিনি গতকালের থেকে আজ আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করেন।’
View this post on InstagramA post shared by Gauri Khan (@gaurikhan)
গৌরীর এই পোস্ট দেখে আপ্লুত হয়ে পড়েন শাহরুখের ভক্ত-অনুরাগীরা। কমেন্টে প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।
১৯৯২ সালে ২৫ জুন মুক্তি পাওয়া দিওয়ানা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় শাহরুখের। এই ৩০ বছরে বলিউড সফরে বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে পাঠান, জওয়ান ও ডাঙ্কি সিনেয়ায়।