গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা-দ্য রাইস। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ব্যাপক আলোচনায় আসে আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমাটি।
এখন এর সিক্যুয়াল পুষ্পা: দ্য রুল নিয়ে চলছে নানা জল্পনা। রাশ্মিকা মান্দানার চরিত্র শ্রীভাল্লিকে সিক্যুয়ালে মেরে ফেলা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।
গুজব রয়েছে, আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিলের সংঘর্ষের মধ্যে মারা যাবেন রাশ্মিকা।
তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার সঙ্গে কথোপকথনে পুষ্পার প্রযোজক রবি শঙ্কর জানিয়েছেন বিষয়টি একেবারে গুজব।
এসব গুজব-খবরকে আবর্জনা উল্লেখ করে তিনি বলেন, ‘এইসব ফালতু কথা। এখন পর্যন্ত আমরাও খোলামেলা গল্পটি শুনিনি।’
তিনি আরও বলেন, ‘টেলিভিশন চ্যানেল ও ওয়েবসাইটগুলোয় যে খবর এসেছে সব ভুয়া।’
সেই সঙ্গে রবি শঙ্কর এও নিশ্চিত করেন যে, রাশ্মিকার চরিত্রটি সিক্যুয়ালে রয়েছে।
পুষ্পার পোস্টারে আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত
পুষ্পা: দ্য রুল-এর শুটিং কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে তিনি বলেন, ‘সম্ভবত আগস্টের কোনো এক সময়। প্রথম সপ্তাহ বা তারপর। আমরা এখন প্রস্তুতির মধ্যে আছি।’
পুষ্পা-দ্য রাইসের মতো এর সিক্যুয়াল পুষ্পা: দ্য রুলও তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় আসবে। ২০২৩ সাল নাগাদ মুক্তি পেতে পারে এটি।