কয়েকদিন ধরেই ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্যর সঙ্গে মডেল অভিনেত্রী সবিতা ধুলিপালার সম্পর্কের গুঞ্জন রটেছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন নাগা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি এক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়- এই গুঞ্জন ছড়িয়েছে সামান্থা রুথ প্রভুর জনসংযোগ দল। যদিও সেই প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়েছে।
আর তা নিয়েই চটেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। এক টুইটে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
নারী-পুরুষকে নিয়ে গুঞ্জনের বিষয়টি কীভাবে মূল্যায়ন করা হয় তা উল্লেখ করে সামান্থা লেখেন, ‘নারীকে নিয়ে গুজব হলে- একদম সত্যি! পুরুষকে নিয়ে গুজব হলে- তা নারীর দ্বারা তৈরি।’
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
সেখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘তোমরা বড় হও। যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা এগিয়ে গেছে। তোমরাও এগিয়ে যাও। নিজেদের কাজে মন দাও। পরিবারকে সময় দাও।’
Rumours on girl - Must be true !! Rumours on boy - Planted by girl !! Grow up guys .. Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022২০২১ সালের অক্টোবরে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন সামান্থা-নাগা। এখন যে যার কাজে ব্যস্ত দুই তারকা। ইতোমধ্যেই বলিউডে বেশ কিছু কাজ করেছেন সামান্থা।
অন্যদিকে নাগা চৈতন্যকে প্রথমবার বলিউডে দেখা যাবে আমির খানের লাল সিং চাড্ডা সিনেমায়।