বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কাইজার’ রূপে নতুন নিশো আসছে ৮ জুলাই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুন, ২০২২ ১৯:৪৩

কাইজার পেশায় পুলিশের অ্যাডিশনাল কমিশনার। কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজী এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর।

ওটিটি এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই তাদের অরিজিনাল সিরিজ কাইজার এর ফার্স্ট লুক প্রকাশ করেছে। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। প্ল্যাটফর্মটিতে এটি তার প্রথম কাজ।

সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর। কাইজার হইচই বাংলাদেশের প্রথম ডিটেকটিভ সিরিজ। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। ৮ জুলাই সিরিজটি মুক্তি পাবে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয়।

কাইজার পেশায় পুলিশের অ্যাডিশনাল কমিশনার। কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজী এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর।

কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শিশু শিল্পী হৃদ্ধিসহ অনেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আফরান নিশো বলেন, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ, তাঁর অনেক রকম সমস্যা আছে, কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি।’

কাইজারের ট্রেইলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে বলে জানান নিশো।

তানিম নূর বলেন, ‘কাইজার আমার ড্রিম প্রজেক্ট। বাংলাদেশের বা ঢাকার মৌলিক গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। ছোটবেলা থেকে পড়া গোয়েন্দা গল্পগুলোর প্রতি যে ভালোলাগা কাজ করতো, সেখান থেকেই কাইজার সিরিজটি নির্মাণ করা হয়েছে।’

কাইজার সিরিজের ফার্স্ট লুক প্রকাশের ব্যাপারে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর. খান বলেন, ‘দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় আফরান নিশোকে নিয়ে কাজ করার কথা বলে আসছিলেন। কাইজার চরিত্রটিতে যখন পরিচালক তানিম নূর আফরান নিশোকে কাস্ট করার কথা জানালেন, তখন আমাদের মনে হয়েছে এই চরিত্রের জন্য আফরান নিশোই সেরা।’

এ বিভাগের আরো খবর