২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ভারতীয় মালায়ালাম ভাষায় ক্রাইম থ্রিলার দৃশ্যম। পরে ২০১৫ সালে বলিউডে মুক্তি পায় এর অফিশিয়াল রিমেক।
অজয় দেবগণ, টাবু, শ্রিয়া শরণ, ইশিতা দত্ত অভিনীত সিনেমাটির হিন্দি রিমিক ব্যাপক সারা ফেলেছিল সেসময়।
দৃশ্যম দেখে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়া কঠিন। সিনেমাটি এখন বলিউডের একটি ক্ল্যাসিক থ্রিলার হিসেবে বিবেচনা করা হয়।
সারা ফেলা ক্রাইম থ্রিলার দৃশ্যম-এর পোস্টার। ছবি: সংগৃহীত
এবার জানা গেল দৃশ্যম টুর মুক্তি তারিখ। অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে।
বুধবার ইনস্টাগ্রামে এক পোস্টে দৃশ্যম টু মুক্তির এই দিন জানান অজয়।
সারা ফেলা ক্রাইম থ্রিলার দৃশ্যম-এর পোস্টার। ছবি: সংগৃহীত
এদিকে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার হায়দরাবাদে এই সিনেমার শুটিং শেষ হবে। এতে অজয়কে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে।
অন্যদিকে গত বছর ফেব্রুয়ারিতে মালায়ালাম ভাষায় দৃশ্যম এর সিক্যুয়াল মুক্তি পায়।