বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমার প্রচারে বিয়ের অনুষ্ঠানে হাজির বরুণ ধাওয়ান

  •    
  • ২১ জুন, ২০২২ ১৪:১০

অতিথিরা তাকে নাচের জন্য অনুরোধ করলে বরুণ যুগ যুগ জিও সিনেমার ‘নাচ পঞ্জাব্বান’ গানটি চালাতে বলেন। দেখা যায়, তারকাদের উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে ওঠে বিয়ের অনুষ্ঠান।

আর মাত্র কয়েক দিন পরে মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা যুগ যুগ জিও। জোর কদমে সেই সিনেমার প্রচার চালাচ্ছেন সিনেমার অভিনয়শিল্পীরা।

বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সিনেমার প্রচার করছেন তারা। সম্প্রতি শপিং মলেও দেখা মিলছে তাদের।

তবে এবার সিনেমার প্রচারে একদমই ভিন্ন এক মাত্রা যোগ করেছেন বরুণ ধাওয়ান। সরাসরি এক বিয়েবাড়ির অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি।

সম্প্রতি সিনেমার প্রচারে গিয়ে দিল্লির এক হোটেলে উঠেছেন বরুণ। সেখানে তিনি জানতে পারেন সেই হোটেলে মীনাক্ষী এবং কমলেশ নামে এক দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান চলছে।

তাই তাদের সঙ্গে দেখা করতে সোজা অনুষ্ঠানে গিয়ে পৌঁছান বরুণ। সঙ্গে ছিলেন মণীশ পলও।

সেখানে নব দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে গিয়ে সিনেমার নাম নিয়ে তাদের উদ্দেশে বলেন, যুগ যুগ জিও।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বরুণকে কেউ একজন গান গাইতে বললে তিনি বলেন, ‘আমি গায়ক নই।’ মণীশের দিকে তাকিয়ে বলেন, ‘ও গাইবে।’

অতিথিরা তাকে নাচের জন্য অনুরোধ করলে বরুণ যুগ যুগ জিও সিনেমার ‘নাচ পঞ্জাব্বান’ গানটি চালাতে বলেন। দেখা যায়, তারকাদের উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে ওঠে বিয়ের অনুষ্ঠান।

View this post on Instagram

A post shared by Mangesh Kamble (@mangesh_b.kamble)

আগামী ২৪ জুন সিনেমা হলে মুক্তি পাবে যুগ যুগ জিও। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারাকে। সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প বলবে সিনেমাটি।

যুগ যুগ জিও সিনেমার পোস্টারে তারকারা। ছবি: সংগৃহীত

করণ জোহর প্রযোজিত এই সিনেমার পরিচালনা করেছেন রাজ মেহতা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও নীতু কাপুর। এছাড়াও রয়েছেন মনীশ পল ও প্রাজক্তা কলিসহ অনেকেই রয়েছেন সিনেমাটিতে।

এ বিভাগের আরো খবর