বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখ এবার নারী ক্রিকেট দলের মালিক

  •    
  • ১৮ জুন, ২০২২ ২১:১০

শাহরুখ লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি, আমি ওদের সরাসরি দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’

এবারে নারী ক্রিকেটে দল কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারীদের টুর্নামেন্টে ‘ত্রিনিবাগো’ দলের মালিকানা কিনেছে তার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’।

টুইটারে এ খবরটি নিজেই জানিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, প্রথমবারের মতো নারী ক্রিকেট দলের মালিকানা নিল নাইট রাইডার্স। দলটির নাম ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। নারী সিপিএলের প্রথম আসর থেকেই দলটি খেলবে।

শাহরুখ লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি, আমি ওদের সরাসরি দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’

This is such a happy moment for all of us at @KKRiders @ADKRiders & of course the lovely set of people at @TKRiders Hope I can make it there to see this live!! https://t.co/IC9Gr96h92

— Shah Rukh Khan (@iamsrk) June 17, 2022

৩০ আগস্ট শুরু হচ্ছে নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। শাহরুখের দল ছাড়াও টুর্নামেন্ট খেলার জন্য নিশ্চিত হওয়া অন্য দুটি দল হলো ‘বার্বাডোজ রয়্যালস’ এবং ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স’।

শাহরুখ ও জুহি চাওলা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক। নারী সিপিএলের নতুন দল ছাড়াও তাদের আরও চারটি ক্রিকেট দল আছে। এগুলো হলো আইপিএলে ‘কলকাতা নাইট রাইডার্স’, আমেরিকার ঘরোয়া টুর্নামেন্টে ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’, পুরুষদের সিপিএলে ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’ ও আবুধাবির ঘরোয়া লিগে ‘আবুধাবি নাইট রাইডার্স’।

ক্রিকেট ছাড়াও এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত শাহরুখ। তার হাতে এই মুহূর্তে রয়েছে পাঠান, ডানকি ও জওয়ান নামে বিগ বাজেটের তিনটি সিনেমা।

এ বিভাগের আরো খবর