বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বল্পদৈর্ঘ্য ৬ সিনেমা পেল সরকারি অনুদান

  •    
  • ১৫ জুন, ২০২২ ১৬:৩৪

ছয়টি স্বল্পদৈর্ঘ্য প্রজেক্টের জন্য মোট ব্যয় ১ কোটি ১৬ লাখ টাকা।

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে অনুদান দিয়েছে সরকার।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সিনেমাগুলোর প্রযোজক, পরিচালক ও টাকার পরিমাণ জানানো হয়।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে অনুদান পাওয়া সিনেমাগুলো হলো-

একটি ভোরের অপেক্ষায় (মুক্তিযুদ্ধভিত্তিক), প্রযোজক ও পরিচালক দীপান্বিতা ইতি, পাবেন ২০ লাখ টাকা। প্রজেক্টটি মেন্টরিং করবেন রেজাউর রহমান খান (পিপলু আর খান)।

লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), প্রযোজক ও পরিচালক বিপ্লব কুমার পাল বিপু। তিনি পাবেন ১৮ লাখ টাকা। মেন্টর হিসেবে আছেন পিপলু আর খান।

জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র)-এর প্রযোজক ও পরিচালক তাহরিমা খান পাবেন ১৮ লাখ টাকা। মেন্টরিং করবেন পিপলু আর খান।

অ্যাথলেট সুলতানা কামাল (সাধারণ শাখা) প্রযোজনা করবেন নেহরিন মোস্তফা, পরিচলনা করবেন রিয়াজুল হক। তিনি পাবেন ২০ লাখ টাকা। এটি মেন্টরিং করবেন অমিতাভ রেজা চৌধুরী।

বাকিটা ইতিহাস (সাধারণ শাখা) প্রযোজনা করবেন শুভ কুমার পাল, পরিচালনা করবেন উম্মে সালমা ঊষা। পাবেন ২০ লাখ টাকা। এটি মেন্টরিং করবেন অমিতাভ রেজা চৌধুরী।

বামাদেশ (সাধারণ শাখা) স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করবেন রাওয়ান সায়েমা। তিনি পাবেন ২০ লাখ টাকা। তার মেন্টর অমিতাভ রেজা চৌধুরী।

ছয়টি স্বল্পদৈর্ঘ্য প্রজেক্টের জন্য মোট ব্যয় ১ কোটি ১৬ লাখ টাকা।

এ বিভাগের আরো খবর