গত ৯ জুন বিয়ে করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা ভিগনেশ শিবান। বিয়ের পরদিন শুক্রবার তিরুপতি মন্দিরে যান নবদম্পতি। এরপরই এই নবদম্পতিকে নিয়ে বিতর্ক শুরু হয়।
আর এই বিতর্কের কারণ হিসেবে বলা হচ্ছে মন্দির প্রাঙ্গণে স্যান্ডেল পায়ে হেঁটেছেন ও ফটোশুট করেছেন তারা।
এর জেরেই নবদম্পতিকে আইনি নোটিশ দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। অনলাইনে ভাইরাল হওয়া ছবিগুলোতে নয়নতারাকে জুতো পরে মন্দির প্রাঙ্গণে হাঁটতে দেখা গেছে।
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইনি নোটিশের জবাবে তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছেন ভিগনেশ।
তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আমরা সব সময় চেয়েছি আমাদের বিয়ে তিরুপতিতে হোক। কিন্তু যৌক্তিক কারণে তা সম্ভব হয়নি এবং আমাদের বিয়েটা চেন্নাইতে সারতে হয়েছে৷ বিয়ের আয়োজন পূর্ণাঙ্গ করতে আমরা বিয়ের স্থান থেকে (বাড়ি না গিয়ে) সামি কল্যাণম দেখার জন্য ও আমরা দুজন যাকে অসম্ভব ভক্তি করি সেই ভগবান বালাজির আশীর্বাদ পাওয়ার জন্য তিরুপতি যাই।
‘মন্দিরে চমৎকার দর্শন শেষে দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা মন্দিরের বাইরে ছবি তুলতে চেয়েছি। এখানে বিয়ে করলে কেমন অভিজ্ঞতা হবে সেটা অনুভবের ইচ্ছা ছিল আমাদের। কিন্তু ভিড় ও বিশৃঙ্খলার কারণে আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হয়। ভিড় কমলে আমরা আবার সেখানে যাই।’
চিঠিতে বলেন, ‘ছবি তোলার তাড়া থাকায় আমরা বুঝতে পারিনি যে জুতা পরে আছি। আসলে বাইরে যাওয়ার সময় আমরা জুতা পরেছিলাম। আমরা নিয়মিত মন্দিরে যাই ও দুজনই ঈশ্বরে অগাধ বিশ্বাস করি। আমরা গত ৩০ দিনে প্রায় পাঁচবার থিরুমালা গিয়েছি, সেখানে আমাদের বিয়ের পর্ব সারার চেষ্টা করেছি!’
তিরুপতি মন্দিরে নয়নতারা ও ভিগনেশ শিবান। ছবি: সংগৃহীত
তিনি আরও লেখেন, ‘আমরা যে ঈশ্বরকে ভালোবাসি ও যারা এ ঘটনায় আঘাত পেয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ঈশ্বরের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নেই। আমাদের বিশেষ দিনটিতে সবার কাছ থেকে যে ভালোবাসা ও শুভকামনা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করি, আমাদের প্রতি আপনাদের শুভকামনা সব সময়ই থাকবে।’
তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চিফ ভিজিল্যান্স সিকিউরিটি অফিসার নরসিংহ কিশোরের মতে, মন্দির প্রাঙ্গণে স্যান্ডেল পরা কঠোরভাবে নিষিদ্ধ। তিনি জানিয়েছিলেন, তাদের আইনি নোটিশ পাঠাবেন।
এর আগে ভিগনেশ বিয়ের ঘোষণা করার জন্য এক সংবাদ সম্মেলনের সময় বলেছিলেন যে তারা প্রথমে তিরুপতি মন্দিরেই বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু লজিস্টিক সমস্যার কারণে সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে।