চলতি বছরের ২২ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (জিটিএফ) টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ এবং সম্পাদক (অর্থ) রফিক উল্লাহ সেলিমকে অব্যাহতি দেয়ার খবর জানানো হয়।
যার পরিপ্রেক্ষিতে ২৬ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কামাল বায়েজীদ ও রফিক উল্লাহ সেলিম।
সৃষ্ট এ সংকট নিরসনের লক্ষ্যে ঢাকা থিয়েটারের পক্ষে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে চিঠি দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী সেই চিঠির উত্তর গত মাসে দিতে ব্যর্থ হয়েছেন।
যে চিঠিটি ফেডারেশনের সভাপতিকে দেয়া হয়েছিল, সেই চিঠিটি নাসির উদ্দীন ইউসুফ তার ফেসবুকে প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করে বলেছেন, ‘দেশের প্রাণপ্রিয় নাট্যকর্মীবৃন্দ ও নাটকের প্রতি সহানুভূতিশীল নাগরিক বৃন্দ সংযুক্ত পত্র পাঠে দেশের জন্য ও সংস্কৃতির জন্য ফেডারেশনের গুরুত্ব উপলব্ধি করে সংকট সমাধানে সহযোগিতা করবেন।’
চিঠিতে যা আছে-
প্রিয় সভাপতি জনাব লিয়াকত আলী লাকী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সংবাদ মারফত ঢাকা থিয়েটার অবগত হয় যে বিগত ২২/০১/২০২২ তারিখে কেন্দ্রীয় পরিষদের এক সভায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নির্বাচিত সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে ঢাকা থিয়েটারের প্রতিনিধি সনামধন্য নাট্যসংগঠক ও অভিনেতা কামাল বায়েজীদকে কথিত তহবিল তসরুফ ও অন্যান্য বিধি বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের জেনারেল সেক্রেটারির পদ থেকে অব্যহতি দিয়েছেন।
ঢাকা থিয়েটারের পর্যবেক্ষণ ও মতামত হচ্ছে যে, কামাল বায়েজীদ একজন সৎ ও নিষ্ঠাবান নাট্যকর্মী এবং গঠনতান্ত্রিকভাবে তার এই অব্যাহতি প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
প্রথমত ঢাকা থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য। কামাল বায়েজীদ ঢাকা থিয়েটারের প্রতিনিধিমাত্র। সুতরাং ঢাকা থিয়েটারকে পূর্বেই অবহিত করা সাংগঠনিক পদ্ধতি ও নিয়ম। এবং সেই নিয়ম বা পদ্ধতি মেনে ঢাকা থিয়েটারকে পরামর্শ দেয়া যেত যে আপনাদের প্রতিনিধি ফেডারেশনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড করছে এবং তহবিল তসরুফ করেছে সুতরাং তাকে অবিলম্বে প্রত্যাহার করুন। ঢাকা থিয়েটার হয়তো ওই অবস্থায় সকল দিক বিবেচনা করে কামাল বায়েজীদকে প্রত্যাহার করত এবং সত্য আবিষ্কারের লক্ষ্যে কামাল বায়েজীদকে তদন্তের মুখোমুখি করত। এখানে উল্লেখ্য যে ঢাকা থিয়েটার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম উদ্যোক্তা সংগঠন ও প্রতিষ্ঠাতা সদস্য। একই সঙ্গে ঢাকা থিয়েটারের প্রতিনিধি নাসির উদ্দীন ইউসুফ প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জেনারেল।
যেহেতু ঢাকা থিয়েটার অর্ধশতাব্দী প্রাচীন নাট্য সংগঠন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আঁতুড়ঘরের কর্মী তাই ঢাকা থিয়েটার কখনই ফেডারেশনকে বর্তমানের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে দিত না।
ফেডারেশনের অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করতে ঢাকা থিয়েটার কেন্দ্রীয় পরিষদকে নিম্নোক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে।
১. একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কামাল বায়েজীদের তহবিল তসরুফের সত্যতা নিরূপণ করুন। দ্রুততম সময়ে কমিটি তদন্তকার্য শেষে রিপোর্ট ও তাদের সুপারিশ কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবে।
২. সাংগঠনিক বিধি লঙ্ঘনসমূহ নির্ণয় করার জন্য আরও একটি নিরপেক্ষ তদন্ত কমিটি (নির্দিষ্ট সময়ের জন্য) গঠন করা। তদন্ত কমিটি সাংগঠনিক ব্যত্যয় সমূহ সুনির্দিষ্ট করবে এবং রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় পরিষদে পেশ করবে।
৩. যেহেতু কামাল বায়েজীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণসাপেক্ষ, তাই কামাল বায়েজীদকে তার স্বপদে (সেক্রেটারি জেনারেল) ফেরত নেয়া, তবে তদন্তকালীন কামাল বায়েজীদ কোনো প্রকার নির্বাহী কার্যে অংশ নিতে পারবেন না।
৪. প্রস্তাবিত তদন্ত কমিটিসমূহের রিপোর্ট বা পর্যবেক্ষণগুলো কেন্দ্রীয় কমিটি পর্যালাচনা করে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় সম্মেলন ও কাউন্সিল আহ্বান করে অথবা বিশেষ কাউন্সিল আহ্বান করে তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশগুলো জাতীয় কাউন্সিলে পেশ করবেন। কাউন্সিলে উপস্থিত সম্মানিত কাউন্সিলরা তদন্ত কমিটির রিপোর্ট ও সুপারিশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন তাদের নির্বাচিত সেক্রেটারি জেনারেলকে তারা অভিশংসিত করবেন না অব্যাহতি দেবেন।
জনাব সভাপতি, আমি দৃঢ়তার সঙ্গে এ কথা বলতে পারি যে কামাল বায়েজীদের বিরুদ্ধে কথিত অভিযোগসমূহ যদি নিরপেক্ষ তদন্ত কমিটি কর্তৃক প্রমাণিত হয়, তবে ঢাকা থিয়েটার বিনা বাক্যব্যয়ে তদন্ত রিপোর্ট মেনে নেবে। অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিল কর্তৃক কামাল বায়েজীদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেয়া হবে তা ঢাকা থিয়েটার সানন্দে মেনে নিতে প্রস্তুত থাকবে।
উপরোল্লেখিত বিষয়গুলো বিবেচনায় রেখে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গঠনতন্ত্র অনুযায়ী ব্যাবস্থা নিতে আপনাকে ও ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদকে অনুরোধ জানাচ্ছি।
জয় হোক বাংলা নাটকের।
জয় হোক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদান্তে
নাসির উদ্দীন ইউসুফ, ঢাকা থিয়েটার।