বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার এ কথা প্রকাশ করেন অভিনেতা অনুপম খের।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই ভারতীয় সংবাদমাধ্যমে কতা বলেছেন অভিনেত্রী। তিনি জানান, ভক্ত-স্বজন-ফলোয়াররা তো নয়ই মা-বাবাও জানতেন না তার অসুস্থতার কথা।
মহিমা বলেন, ‘মা-বাবা হয়তো খবর দেখে জানতে পারবেন। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। তাদের সঙ্গে থাকতে চাই।’
মহিমার স্তন ক্যানসারের বিপদ কেটে গেছে, সুস্থ হয়ে উঠেছেন তিনি। সবাইকে বলেছেন, ‘আমি পুরোপুরি সেরে উঠেছি। এগিয়ে যেতে সকলের ভালোবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’
আপাতত লখনউতে আছেন মহিমা। সেখানে মরাঠি পরিচালক গজেন্দ্র আহিরের পরিচালনায় দ্য সিগনেচার সিনেমার শুটিং করছেন তিনি।
সিনেমায় তার সঙ্গে দেখা যাবে অনুপম খের এবং অন্নু কাপুরকে। কাজ শেষ করেই মুম্বাই যাবার কথা আছে তার। মেয়ে আরিয়ানার জন্মদিনে থাকবেন তার সঙ্গেই।