বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী সোনম কাপুরের জন্মদিন, পাশাপাশি মাতৃত্বের দ্বারপ্রান্তে তিনি। বিশেষ সময়ে বিশেষ ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।
ইনস্টাতে ছবি প্রকাশের মাধ্যমে জন্মদিন এবং মাতৃত্বকে উদযাপন করেছেন তিনি। লিখেছেন, ‘মাতৃত্বের দ্বারপ্রান্তে এবং আমার জন্মদিন। আমি আমার মনের মতো পোশাক পরেছি। যা শক্তিশালী, সাহসী এবং সুন্দর।’
ছবিতে দেখে মনে হচ্ছে, কোনো রাজপ্রাসাদে রয়েছেন সোনম, আর সেই মহলের রাণী তিনি।
৩৭ বছরের অভিনেত্রীর দিক চোখ সরানো যাচ্ছে না, এমনটাই বলছেন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোনম এখন গর্ভাবস্থার তৃতীয় ধাপে এসে পড়েছেন। স্বামী আনন্দ অহুজা এবং সোনমের কোল আলো করে কিছু দিনের মধ্যেই এসে পড়বে তাদের প্রথম সন্তান।