বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক করণ জোহরের সিনেমা মানেই নতুন চমক। অনেক সময় পুরনো শিল্পীরা ফেরে তার মাধ্যমে, অথবা, তার হাত ধরেই সিনেমায় অভিসেক হয় স্টার কিডদের।
এবার অবশ্য তেমন কিছু না। তবে তিনি এবার এক সিনেমায় নিয়ে আসার চেষ্টা করছেন বি-টাউনের তরুণ শিল্পীদের।
আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে করণ জোহর প্রযোজিত সিনেমা যুগ যুগ জিয়ো আছে মুক্তির অপেক্ষায়। তার পরেই মুক্তির কথা রয়েছে রকি অর রানি কি প্রেম কহানি সিনেমার।
সিনেমাটির মাধ্যমে অনেক দিন পর আবার পরিচালনায় ফিরছেন করণ। সিনেমায় জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। চমক আরও রয়েছে। আর সেটাই সিনেমার অন্যরকম ধমাকা।
বলিউডে এখন ঘুরছে যে খবরটি, সেটি হলো, রকি অর রানি কি প্রেম কহানি সিনেমায় এক সঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। তারা হলেন, সারা আলি খান, জাহ্নবী কাপুর ও অনন্যা পাণ্ডে।
তারা যে সিনেমায় অভিনয় করবেন এমন না; সিনেমার একটি গানে তিন নায়িকাকে এক সঙ্গে দেখা যাবে। সেই গানে আলিয়া-রণবীরও থাকবেন কিনা তা নিশ্চিত না।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনেমায় বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে তিন নায়িকাকে।
সব ঠিক থাকলে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে রকি অর রানি কি প্রেম কহানি।