ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা ভিগনেশ শিবান বিয়ে করলেন আজ।
বৃহস্পতিবার বিকেলে বিয়ের মনোমুগ্ধকর কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিগনেশ।
তামিলনাড়ুর মহাবালিপুরমের এক বিলাসবহুল হোটেলে বসেছে এই বিয়ের আসর।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভিগনেশ বলেছিলেন, বিয়ের পর বিকেলে আমাদের ছবিগুলো আপনাদের সবার সঙ্গে শেয়ার করব।
২০১৫ থেকে শুরু থেকে ভিগনেশ ও নয়নতারা প্রেমের সম্পর্কে রয়েছেন। গত বছর বাগদান সেরেছেন, এবার এবার বিয়ে সারলেন এই অভিনেত্রী ও পরিচালক জুটি।
ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে দুজনের জন্য দোয়া চেয়েছেন ভিগনেশ।
পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়েই বিয়ে সারেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খান, অ্যাটলি কুমার, বিজয় সেতুপতি, মণিরত্নমসহ আরও অনেকে।