বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ জুন, ২০২২ ১৫:৫৭

শাওন নিশ্চিত করেছেন যে এতে বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। ঘরটির পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে।

অভিনেত্রী, পরিচালক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় বৃহস্পতিবার ভোরে এসি বিস্ফোরণ হয়েছে। বিষয়টি শাওন জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

তিনি জানান, গুলশান-১-এ তার মায়ের বাসার যে রুমটাতে তিনি থাকতেন এবং এখনও মায়ের বাসায় গেলে তিনি ও তার সন্তানরা যে রুমে থাকেন, সেই রুমে এসি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

শাওন লেখেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোর ৫টায় গুলশান-১-এ আমার মায়ের বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে।’

শাওন নিশ্চিত করেছেন যে এতে বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। ঘরটির পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে।

রুমটির বেশকিছু ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন শাওন। সেখানে রুমটির পুরে যাওয়ার ভয়াবহতা ভালোই বোঝা যাচ্ছে।

যে রুমটি পুড়ে গেছে, সেখানে মাত্র কয়েক দিন আগেই গিয়ে থেকেছিলেন শাওনের ছোট পুত্র নিনিত এবং তিনি ওই ঘরে ছিলেন বলে জানান শাওন। ঘরটিতে থাকলে যে কী হতো এই ভেবে শিউরে উঠছেন শাওন।

এ বিভাগের আরো খবর