সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও অনেকেরই নজর কাড়ছে। যেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
জানা গেল, নাটকের জন্যই অ্যাম্বুলেন্স চালাতে হয়েছে তাকে। নিউজবাংলাকে এ তথ্য জানালেন মেহজাবীন। নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি, প্রচার হবে কোরবানীর ঈদে।
মেহজাবীন নাটকে অভিনয় করেছেন অ্যাম্বুলেন্সের চালকের ভূমিকায়। তার চরিত্রের নাম নুসরাত। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের অনেক কিছুই শিখে রাখা ভালো। তাহলে প্রয়োজনের সময় সেই কাজটি করার মাধ্যমে নিজের কাজ বা অন্যের উপকার করা যায়।’
মেহজাবীন একজন লাইসেন্সধারী গাড়ি চালক। তাই গাড়ি চালানো তার কাছে নতুন কিছু না। তবে অ্যাম্বুলেন্সের আকারের কারণে মেহজাবীনের দক্ষতায় যোগ হয়েছ নতুন অভিজ্ঞতা।
তিনি বলেন, ‘প্রাইভেট কারের সাইজ আর মাইক্রোর সাইজ তো আর এক না। বড় হওয়ার জন্য কিছুটা নতুন লেগেছে অ্যাম্বুলেন্স চালাতে।’
সোমবার যে ভিডিওটি মেহজাবীন তার ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন, সেটি ধারণ করা হয়েছে রোববার। সোমবার আরও কিছু দৃশ্যধারণ করে শেষ করা হয়েছে নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
ভিডিওটি শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন মেহজাবীন। লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম…’
নতুন গল্প, নতুন চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।