বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুম্বাই উৎসবে প্রদর্শিত হবে টুসির ‘রিপলস’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুন, ২০২২ ১৭:৩৫

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস ক্যাটাগরিতে এই চলচ্চিত্রটিসহ বাংলাদেশের আরও ১১টি চলচ্চিত্রের প্রিমিয়ার শো হতে যাচ্ছে।

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রিপলস- ঢেউ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ৷ প্রায় দেড় বছর পর ৩ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টায় মুম্বাইয়ের ফিল্মস ডিভিশন কমপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্রটি মূলত একই মায়ের গর্ভে জন্ম নেয়া পাঁচ বোনের গল্প। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মেয়েদের প্রতি সমাজের গতানুগতিক দৃষ্টিভঙ্গি, মেয়েদের মনস্তাত্ত্বিক যাত্রাকে ভিত্তি করে নির্মিত।

চলচ্চিত্র নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব এমআইএফএফ-এ তার চলচ্চিত্রটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে৷ এতে তিনি খুবই আনন্দিত৷ তার চলচ্চিত্রের সঙ্গে অন্য যে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে সেগুলো এরই মধ্যে অন্য জায়গাতেও প্রদর্শিত হয়েছে ৷ কিন্তু তার চলচ্চিত্রটি এখানেই প্রথম দেখানো হচ্ছে ৷

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস ক্যাটাগরিতে এই চলচ্চিত্রটিসহ বাংলাদেশের আরও ১১টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে।

এর আগে সুবর্ণা সেঁজুতি টুসি নির্মিত মিনালাপ চলচ্চিত্রটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১১টি পুরস্কার অর্জন করে।

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৭তম আসর এটি। ২৯ মে থেকে শুরু হয়েছে উৎসব, চলবে ৪ জুন পর্যন্ত। ডকুমেন্টারি, শর্ট ফিকশন এবং অ্যানিমেশন ফিল্ম প্রতিযোগিতা করে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

এ বিভাগের আরো খবর