বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইডেনের সঙ্গে দেখা করল বিটিএস

  •    
  • ১ জুন, ২০২২ ১৮:০৭

ব্যান্ডের সদস্য জিমিন একজন দোভাষীর মাধ্যমে বলেছেন, ‘এই ঘৃণা বন্ধ করতে এবং এখানেই থামিয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে।’

এশিয়ানদের প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক আচরণ নিয়ে এবার সোচ্চার হয়েছে দক্ষিণ কোরিয়ার তুমুল জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এ জন্য তারা একটি তহবিলও গঠন করতে চায়। আর তাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছে৷

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কে-পপ তারকারা। সেখানে তারা এশিয়ান আমেরিকানদের লক্ষ্য করে অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সেখানে ব্যান্ড সদস্য জিমিন একজন দোভাষীর মাধ্যমে বলেছেন, ‘এই ঘৃণা বন্ধ করতে এবং এখানেই থামিয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে।’

গত বছর থেকে এই ঘৃণা বন্ধে যে প্রতিবাদ তৈরি হয়েছে তাতে এশীয় আমেরিকানদের সঙ্গে এগিয়ে এসেছেন হাওয়াই ও প্যাসিফিক আইল্যান্ডের সাধারণ মানুষরাও।

কোভিড-১৯ এর জন্য চীনকে দায়ী করে যুক্তরাষ্ট্রে কিছু রাজনীতিক ও বুদ্ধিজীবীদের বক্তব্য এই ঘৃণাকে আরও উসকে দিয়েছে।

বৈচিত্র্যপূর্ণ এবং অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে বিটিএসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

একই সঙ্গে তারা বলেছে, ‘বিটিএসের সঙ্গে বসার আরেকটি কারণ ছল, তারা বিশ্বজুড়ে আশা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে ছড়িয়ে দিতে চায়।’

২০১৩ সালে আত্মপ্রকাশ করে বিটিএস। এরপর থেকেই তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের গানের কথা এবং সামাজিক প্রচারাভিযানগুলোর মাধ্যমে পরিচিতি লাভ করে। তাদের ফ্যান কমিউনিটি প্রবীণদের মধ্যেও ছড়িয়েছে।

২০২০ সালের জুনে বিটিএস ভক্তরা যুক্তরাষ্ট্রের সামাজিক ন্যায়বিচারের জন্য ‘হ্যাশট্যাগ ম্যাচ মিলিয়ন’ নামে একটি অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে এক দিনে প্রায় ১ মিলিয়ন ডলার সংগ্রহ করে। যা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অনুদান হিসেবে দেয়।

বিটিএসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক বলছে, হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়ে তারা সম্মানিত।

বিগ হিট মিউজিক জানায়, ‘আমরা শিল্পী হিসেবে দক্ষিণ কোরিয়াকে প্রতিনিধিত্ব করছি। আমরা অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, এশীয়দের প্রতি ঘৃণার মনোভাব, শিল্প-সংস্কৃতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য তৈরি।’

এ বিভাগের আরো খবর