বি-টাউনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। সিনেমায় নাকি অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খান-অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলী খানের। আর এ অভিষেক নাকি হচ্ছে করণ জোহরের মাধ্যমেই।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া মালায়লাম ভাষার সিনেমা হৃদয়ম-এর হিন্দি রিমেকের মাধ্যমে বি-টাউনের শুরু হচ্ছে এ স্টার কিডের।
দক্ষিণী সুপারস্টার মোহনলালের ছেলে প্রণব মোহনলালেরও সিনেমায় অভিষেক হয়েছে হৃদয়ম সিনেমার মাধ্যমে। একইভাবে ইব্রাহিমেরও অভিষেক হতে যাচ্ছে একই সিনেমায়।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউড সংস্করণের প্রযোজনা করতে যাচ্ছেন করণ জোহর এবং স্টার স্টুডিওজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হৃদয়ম এক পড়ুয়ার কাহিনি। ইব্রাহিমের জন্য উপযুক্ত সিনেমা খুঁজছিলেন করণ। এ চরিত্রটিই ইব্রাহিমের জন্য ঠিক বলে মনে হয়েছে সবার।’
এখন নেটিজেনদের প্রশ্ন, কে থাকছেন ইব্রাহিমের বিপরীতে? এ নিয়ে এখনও কোনো কিছু জানা জায়নি।
ইব্রাহিম মাস কয়েক ধরে করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমায় সহকারী পরিচালকের কাজ করছেন। সিনেমাটিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন।
চলতি বছরের শুরুতে করণ ঘোষণা করেছিলেন হৃদয়ম সিনেমার। শুধু হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষাতেও রিমেক হবে সিনেমার।