তুমুল জনপ্রিয় ও প্রশংসিত হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের বলিউড সংস্করণ লাল সিং চাড্ডা। এতে লাল চরিত্রে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রোববার রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার।
তুমুল প্রতীক্ষা নিয়ে থাকা দর্শকদের নাকি হতাশ করেছে লাল সিং চাড্ডার ট্রেইলার। প্রথম ঝলক প্রকাশের পর তেমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।
ফরেস্ট গাম্প সিনেমায় ফরেস্টের মুখে শোনা যায়, ‘মা বলতেন, জীবনটা চকলেটের বাক্সের মতো। কোনটা হাতে উঠবে তুমি জানো না!’
তিন দশক পরের সিনেমা লাল সিং চাড্ডা। ট্রেইলারে শোনা গেল পাঞ্জাবের যুবক লাল সিং বলছেন, ‘মা বলতেন, জীবনটা ফুচকার মতো। খেয়ে খেয়ে পেট ভরে গেলেও মন ভরে না।’
ভারতীয় সংবাদমাধ্যমে আমির খান জানিয়েছিলেন, ফরেস্ট গাম্প রিমেকের স্বত্ব কিনে নিয়েছেন তিনি। তার পর দীর্ঘ ১০ বছরের চেষ্টায় এর চিত্রনাট্য করেন অতুল কুলকার্নি। লস অ্যাঞ্জেলেসের রাধিকা চৌধুরীর নির্দেশনায় নির্মিত হয় সিনেমাটি।
আমির খানের সিনেমায় সব সময়ই প্রত্যাশা থাকে দর্শকের। এবারও তাই ছিল। কিন্তু ট্রেইলার মুক্তির পরে নেটিজেনদের একাংশ হতাশ হয়েছে। যার প্রকাশ হয়েছে নেটমাধ্যমের বিভিন্ন মন্তব্য ও স্ট্যাটাসে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ষাটের দশকের চরিত্র জেনি (রবিন রাইট) নাকি এতটা নির্মম ছিল না, যতটা রূপা (কারিনা)।
নিজের অসুস্থতার কথা জানিয়ে জেনি বলেছিল, ‘আমায় বিয়ে করবে ফরেস্ট?’ ফরেস্টের চোখেমুখে তখন অনিশ্চয়তা, তবু অদম্য আত্মবিশ্বাস। প্রায় একই দৃশ্যে লালকে খানিক অপ্রতিভ এবং ভ্যাবাচ্যাকা দেখায় বলে মনে করছেন নেটিজেনরা।
এমন অনেক খারাপ লাগা এরই মধ্যে বের করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা শুরু করেছে নেটিজেনদের একাংশ। তাদের দাবি, অবলম্বনের বদলে খারাপ অনুকরণ হয়েছে। আর এতে হতাশ হওয়ারই কথা।