অজ্ঞাতদের গুলিতে নিহত হয়েছেন পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী-র্যাপার ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা।
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার পাঞ্জাবের মানসায় অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে।
মানসা হাসপাতালের সিভিল সার্জন ডা. রঞ্জিত রাই বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’
শনিবার ৪২৪ জন ব্যক্তির নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব পুলিশ। তাদের মধ্যে একজন ছিলেন সিধু। নিরাপত্তা তুলে নেয়ার একদিনের মধ্যেই গুলিতে নিহত হলেন তিনি।
গত বছর ডিসেম্বরে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সিধু।
এএনআই-এর আরেক প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবি এই র্যাপার মানসা থেকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গ্যাংস্টার স্টাইলের র্যাপের জন্য যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় তিনি।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রিও ছিল তার। কলেজের পড়ার সময় গান শিখেছিলেন তিনি। গায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় ‘লাইসেন্স’ গানটি লেখার পর, যেটি গেয়েছিলেন নিনজা।
২০১৮ সালে প্রকাশ পাওয়া ‘সো হাই’, ‘ইসা জাট’, ‘টোচান’ ও ‘ডলার’-এর মতো গানগুলো দিয়ে জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছেন সিধু।