বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০০ কোটির ঘরে কার্তিক-কিয়ারা, সুপার ফ্লপ কঙ্গনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ মে, ২০২২ ১৬:২৮

কলকাতায় এসে কার্তিক ঘুরেছেন হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সির মাথায় উঠে তুলেছেন ছবি, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খেয়েছেন পাপড় আর ভাত। ১০০ কোটির গণ্ডি পেরোনোর খুশি এভাবেই উদযাপন করছেন অভিনেতা।

১০০ কোটির ঘরে ঢুকে গেল ভুলভুলাইয়া টু। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও করল ব্যবসা। ২০ মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির পরে দ্বিতীয় শনিবার বক্স অফিসে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকেছে সিনেমাটি। অনিজ বাজমি পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমায় আরও আছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো অভিনেতারা।

শনিবার সিনেমার একটি গান ‘আমি যে তোমার’ প্রকাশ অনুষ্ঠানে কলকাতা এসেছিলেন কার্তিক। সিনেমার চরিত্র মঞ্জুলিকা বাঙালি নারী। তার কণ্ঠে শোনা যায় বাংলা গানও। সেই গানটি এবার পুরুষ কণ্ঠে নতুন ঢংয়ে তৈরি করা হয়েছে।

কলকাতায় এসে কার্তিক ঘুরেছেন হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সির মাথায় উঠে তুলেছেন ছবি, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খেয়েছেন পাপড় আর ভাত। ১০০ কোটির গণ্ডি পেরোনোর খুশি এভাবেই উদযাপন করছেন অভিনেতা।

অন্যদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ধাড়ক। এ সিনেমাটিও মুক্তি পায় ২০ মে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম সাত দিন মাত্র ১ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

বলিউড থেকে রাজনীতি সব বিষয়ে নিজের মতামত দেন কঙ্গনা। তবে নিজের সিনেমার ব্যর্থতায় কোনো কথাই বলছেন না অভিনেত্রী।

ধাড়ক সিনেমায় এজেন্ট অগ্নি চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। স্পাই চরিত্র হওয়ার কারণে সিনেমায় সাত ধরনের লুকে দেখা গেছে তাকে।

এ বিভাগের আরো খবর