বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুরি করা চিত্রনাট্যে করন জোহরের সিনেমা!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ মে, ২০২২ ১৭:৫৬

বিশাল অভিযোগ করে জানিয়েছেন, ২০২০ সালে তাদের সংস্থার পক্ষ থেকে নথিভুক্ত করা একটি চিত্রনাট্যের নাম বদলে ‘যুগ যুগ জিও’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ভারতের প্রভাবশালী প্রযোজক, পরিচালক করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধার্মা প্রডাকশন। প্রতিষ্ঠান থেকে নির্মিত যুগ যুগ জিও সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। রোববার প্রকাশ পেয়েছে এর ট্রেইলার।

এটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে গেছে শোরগোল। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বিশাল এ সিং নামের এক প্রযোজক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দাবি, ধার্মা প্রডাকশন চিত্রনাট্য চুরি করে নির্মাণ করেছে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটি।

বিশাল অভিযোগ করে জানিয়েছেন, ২০২০ সালে তাদের সংস্থার পক্ষ থেকে নথিভুক্ত করা একটি চিত্রনাট্যের নাম বদলে যুগ যুগ জিও সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

টুইট বার্তায়, বিশাল বলেছেন, তিনি ২০২০ সালের জানুয়ারিতে স্ক্রিন রাইটিং অ্যাসোসিয়েশনে ‘বানি রানি’ নামের চিত্রনাট্যটি নিবন্ধন করিয়েছিলেন। তার এক মাস পর তিনি ধার্মা প্রডাকশনকে সিনেমাটি সহপ্রযোজনার প্রস্তাব দেন। ইতিবাচক সাড়াও ফেলেছিলেন তিনি।

২০২০-এর ১৭ ফেব্রুয়ারি ধার্মা প্রডাকশনে যে ই-মেলটি পাঠিয়েছিলেন তার একটি স্ক্রিনশট যুক্ত করে লিখেছেন, ‘এবার মামলা দায়ের করব।’ এটি বিশাল জানিয়েছেন অন্য একটি টুইট বার্তায়।

এ সিনেমার মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন রণবীর কাপুরের মা অভিনেত্রী নিতু কাপুর। সিনেমায় আরও আছেন বরুন ধাওয়ান, কিয়ারা আদভানি ও অনিল কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২৪ জুন। এটি পরিচালনা করেছে রাজ মেহতা।

নবদম্পতি বরুন-কিয়ারা দ্রুতই বিচ্ছেদ চান এবং সে কথা পরিবারের থেকে লুকিয়ে রাখতে চান। বরুনের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর ও নিতু কাপুর। সেখানেও আছে টুইস্ট। কারণ তারাও বিচ্ছেদ চান।

এ বিভাগের আরো খবর