বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কার্তিক-কিয়ারাকে অভিনন্দন কঙ্গনার

  •    
  • ২২ মে, ২০২২ ১৭:১৫

নিজের সিনেমা মুখ থুবড়ে পড়ার দুঃখ আড়াল করে ‘ভুল ভুলাইয়া টু’র প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। অভিনন্দন জানিয়েছেন কার্তিক-কিয়ারাকে।

বলিউডে এমন কথা প্রচলিত রয়েছে যে, কঙ্গনা রানাউত মুখ খুললেই কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করবেন। তাইতো বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেও পরিচিত তিনি। তবে না, এবার শুভেচ্ছা আর প্রশংসা শোনা গেল তার মুখ থেকে।

গত শুক্রবার একই দিনে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা ভুল ভুলাইয়া টু এবং কঙ্গনার অ্যাকশন-থ্রিলার ধাড়ক।

বক্স অফিসে ভুল ভুলাইয়া টু বেশ সাড়া ফেলেছে। এদিকে ধাকড় অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভুল ভুলাইয়া টু প্রথম দিনে ১৪ কোটি ১১ লাখ রুপির ব্যবসা করেছে। অন্যদিকে ধাকড় এক কোটির ঘরও ছুঁতে পারেনি।

তবে নিজের সিনেমা মুখ থুবড়ে পড়ার দুঃখ আড়াল করে ভুল ভুলাইয়া টুর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনন্দন জানিয়েছেন কার্তিক-কিয়ারাকে।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বলিউডের টিকিট বিক্রির খড়া কাটানোর জন্য ভুল ভুলাইয়া টুকে অনেক শুভেচ্ছা। কার্তিক এবং কিয়ারাসহ সিনেমার পুরো টিমকে অভিনন্দন।’

ডানে কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত

কার্তিক-কিয়ারা ছাড়াও ভুল ভুলাইয়া টুতে রয়েছেন টাবু, রাজপাল যাদবসহ অনেকেই। টিকিটের দাম কম থাকা সত্ত্বেও সিনেমাটি বেশ ভালোই উপার্জন করছে।

অক্ষয় কুমার, বিদ্যা বালান, সাইনি আহুজা অভিনীত ভুল ভুলাইয়া মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সে সময়ের সুপার হিট সিনেমাটির সিক্যুয়াল ভুল ভুলাইয়া টু এলো দেড় দশক পর।

এদিকে নারী সুপারহিরো কেন্দ্রীক সিনেমা ধাকড়-এ কঙ্গনা ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

এ বিভাগের আরো খবর