বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সিনেমা নিয়ে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা একটু বেশিই থাকে। প্রায় দুই বছর যাবত আটকে আছে তার আসন্ন সিনেমা লাল সিং চাড্ডা।
একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। সবশেষ জানা যায়, ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
এবার জানা গেল খুব শিগগিরই আসছে লাল সিং চাড্ডার ট্রেলার।
ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শনিবার এক টুইটে জানান, আগামী ২৯ মে আইপিএল ফাইনাল চলাকালীন লাল সিং চাড্ডার ট্রেলার মুক্তি পাবে।
AAMIR KHAN: 'LAAL SINGH CHADDHA' TRAILER DURING IPL FINALE... #AamirKhan to launch #LaalSinghChaddha trailer during #IPL final match [Sunday, 29 May 2022]... 11 Aug 2022 release. #LSC #LSCTrailer pic.twitter.com/chrpvu0I1g
— taran adarsh (@taran_adarsh) May 21, 2022বরাবরই ভক্ত-অনুরাগীদের চমক দিতে আমির জুড়িমেলা ভার। সম্প্রতি নিজের ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘২৮ তারিখে একটা গল্প শোনাব।’
অভিনেতার এমন ঘোষণাতে কৌতূহলের পারদ চড়ে ভক্ত-অনুরাগীদের। সেসময় ভিডিওটির কমেন্টে অনেকেরই প্রশ্ন ছিল ২৮ তারিখ কি ‘লাল সিং চাড্ডার ট্রেলার নিয়ে আসবেন আমির।
এবার তরণ আদর্শের এই টুইটের পর আমিরের সেই গল্পটি কী তা অনুমান করতে পারছেন ভক্তরা।
সিনেমাটি নিয়ে দর্শকের উন্মাদনার অন্ত নেই। হলিউডের সাড়া ফেলা সিনেমা ফরেস্ট গাম্প-এর রিমেক এটি, আর মূল চরিত্রে রয়েছেন আমির। আছেন কারিনা কাপুর ও দক্ষিণী তারকা নাগা চৈতন্যও।