দেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে চুক্তি হয়েছে আমেরিকান দুটি সংস্থার সঙ্গে। সংস্থা দুটি হলো অ্যানোনিমাস কনটেন্ট এবং ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ)। সংস্থা দুটির প্রস্তাবেই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নুহাশ।
এতে করে হলিউডের বা আন্তর্জাতিক কাজগুলো করার সুযোগ পাবেন নুহাশ। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
নুহাশ নিউজবাংলাকে বলেন, ‘আমার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসব এবং আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সংস্থা দুটি আমার সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে।’
নুহাশ জানান, হলিউডে কোনো বড় কাজ এজেন্ট বা ম্যানেজার ছাড়া হয় না। এই এজেন্ট বিভিন্ন প্রজেক্টের জন্য পরিচালক, অভিনয়শিল্পী বা প্রয়োজনীয় যাবতীয় কিছু জোগাড় করে বা কাজ পাইয়ে দেয়।
অ্যানোনিমাস কনটেন্ট একটি আমেরিকান বিনোদন কোম্পানি। যারা টিভি সিরিজ ট্রু ডিটেকটিভ, নেটফ্লিক্স সিরিজ মি. রোবোটসহ আরও অনেক কাজ করেছে।
ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি বা সিএএ হলো আমেরিকান সংস্থা, যারা প্রতিভা অন্বেষণ করে এবং কাজ করে ক্রীড়া নিয়েও। এ সংস্থার সঙ্গে যুক্ত খ্যাতনামা চলচ্চিত্রকার স্টিফেন স্পিলবার্গ, স্যাম রামির মতো চলচ্চিত্র জায়ান্টরা।
অ্যানোনিমাস কনটেন্ট বা সিএএ-এর সঙ্গে চুক্তি হওয়ার ফলে নুহাশ আন্তর্জাতিক কাজ বা হলিউডের কাজ খুব সহজেই পেয়ে যাবেন।
নুহাশ বলেন, ‘এ চুক্তির ফলে আমি আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত হতে পারব এবং এ চুক্তির কোনো নির্দিষ্ট টাইম নেই। এরই মধ্যে আমি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজের প্রস্তুতি নিচ্ছি। যার গল্প আমার এবং পরিচালনাও করব। কাজটি আমি চুক্তি হওয়ার পরই পেয়েছি।’
বলার মতো আরও অনেক খবরই আছে নুহাশের কাছে, কিন্তু সেগুলো এখনও তিনি বলতে পারছেন না।