বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধনের ছবি দেখে ভক্তের আসছে ‘কাঁপুনি জ্বর’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মে, ২০২২ ১৪:২৫

বাধনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভক্তরা লিখেছেন, ‘ড্রিম গার্ল অফ মি (আমার স্বপ্নকন্যা)’, ‘কাঁপুনি দিয়ে জ্বর আসবে’, ‘তুমি অনিন্দ্য সুন্দর’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন যখনই ক্যামেরার সামনে আসছেন তখনই যেন সোরগোল বেধে যাচ্ছে। অভিনয়ের জন্য ক্যামেরারা সমানে আসলেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা। আবার স্থিরচিত্রের জন্য ক্যামেরার সমানে আসলেও তিনি উঠে যান আলোচনার তুঙ্গে।

সোমবার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন বাঁধন। ১৭ ঘণ্টাতে সেই অ্যালবামে রিয়্যাকশন ৭ দশমিক ৩ কে, ৩৮৫ কমেন্ট। মন্তব্যে সবাই জানাচ্ছেন মুগ্ধতার কথা।

অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

টেলি সিনে অ্যাওয়ার্ড নিতে কলকাতায় গিয়ে ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। ছবিগুলো তুলে দিয়েছেন সামি নামের এক আলোকচিত্রী। ফেসবুকে তাকে ক্রেডিট দিয়েছেন বাঁধন। ছবিতে অভিনেত্রীকে অলংকৃত করেছে যেসব অলংকার সেগুলো সিক্স ইয়ার্ড স্টোরি প্রতিষ্ঠানের।

মন্তব্যকারীদের মতে অলংকারের পাশাপাশি বাঁধনকে আরও মোহনীয় করে তুলেছে কালো রংয়ের শারীটি। এ শারীটি করুতন্ত্র প্রতিষ্ঠানের।

মন্তব্যকারীরা নানা শব্দ ও অভিব্যক্তিতে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন বাঁধনকে।

অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহীত

মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী সামিয়া আফরীন লিখেছেন, ‘গরজিয়াস’, পরিচালক গৌতম কৈরী লিখেছেন, ‘সেরা’। অভিনেত্রী শ্রাবিন্তী লিখেছেন, ‘ওরে আল্লাহ এত কেন সুন্দর’। অভিনেত্রী ফারজানা ছবি বলেছেন, ‘দারুণ বাঁধন’।

বাঁধনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভক্তরা লিখেছেন, ‘ড্রিম গার্ল অফ মি (আমার স্বপ্নকন্যা)’, ‘কাঁপুনি দিয়ে জ্বর আসবে’, ‘তুমি অনিন্দ্য সুন্দর’, ‘বোল্ড শুট, সো প্রাউড অফ ইউ বাঁধন (সাহসী শুট, তোমাকে নিয়ে গর্বিত)’।

এ বিভাগের আরো খবর