ভাষার চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেন বেঁচে থাকলে তার বয়স হতো ৯৯ বছর। শনিবার তার জন্মবার্ষিকী। বিশেষ এই দিনে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।
কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি মৃণালের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘোষণা করেছেন একটি সিরিজ নির্মাণের। সিরিজটির নাম ‘পদাতিক’।
সিরিজটির মাধ্যমে মৃণাল সেনের জীবন এবং সেই সময়কে তুলে ধরবেন সৃজিত। শনিবার সকালে সৃজিত সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এলো। বিশ্ব সিনেমার বরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’
আগামী বছর ‘কলকাতা ট্রিলজি’র স্রষ্টার জন্মশতবার্ষিকী। বিশেষ মুহূর্তকে ঘিরে আরও দুটি সিনেমার নির্মাণের পরিকল্পনা করেছে টালিউড। মৃণাল সেনের ছেলে কুণাল সেনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কৌশিক গাঙ্গুলি ও অঞ্জন দত্ত নির্মাণ করবেন সিনেমা দুটি।
ফেসবুক পোস্টের মাধ্যমে কুণাল জানান, তার বাবার জীবন ও সিনেমার ওপর নির্ভর করে টলিউডে তিনটি সিনেমা নির্মিত হচ্ছে। যার একটি কৌশিকের পালান। কৌশিকের সিনেমায় মৃণালের খারিজ সিনেমার চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প লেখা হয়েছে।
সৃজিত তৈরি করছেন তার বাবার জীবনের ওপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। আর অঞ্জন দত্ত নির্মাণ করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম।
মৃণাল ও অঞ্জন দত্তর ব্যক্তিগত কথোপকথনের ওপর নির্ভর করে নির্মিত হচ্ছে সিনেমাটি।
এখন সবার প্রশ্ন, মৃণাল সেনের ভূমিকায় কে বা কারা অভিনয় করবেন? এসব নিয়ে এখনও কিছুই জানাননি সৃজিত, কৌশিক ও অঞ্জন।