বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেকর্ড দামে মনরোর প্রতিকৃতি বিক্রি

  •    
  • ১০ মে, ২০২২ ১৪:২০

বিংশ শতাব্দীর কোনো চিত্রকর্ম এখন পর্যন্ত এত দামে বিক্রি হয়নি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো শিল্পীর এটিই হচ্ছে সর্বোচ্চ দামে হাঁকানো চিত্রকর্ম। চিত্রকর্মটি পাবলো পিকাসোর বিশ শতকের বিখ্যাত চিত্রকর্ম ‘ওমেন অব আলজিয়ার্স’-এর আগেরকার সব রেকর্ডকে টপকে গেছে। ২০১৫ সালে ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল পিকাসোর শিল্পকর্মটি।

যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহলের আঁকা হলিউড বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর প্রতিকৃতি ১৯ কোটি ৫ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে নিলামে মনরোর প্রতিকৃতিটি বিক্রি হয়।

বিংশ শতাব্দীর কোনো চিত্রকর্ম এখন পর্যন্ত এত দামে বিক্রি হয়নি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো শিল্পীর এটিই হচ্ছে সর্বোচ্চ দামে হাঁকানো চিত্রকর্ম।

চিত্রকর্মটি পাবলো পিকাসোর বিশ শতকের বিখ্যাত চিত্রকর্ম ‘ওমেন অব আলজিয়ার্স’-এর আগেরকার সব রেকর্ডকে টপকে গেছে। ২০১৫ সালে ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল পিকাসোর শিল্পকর্মটি।

১৯৬২ সালে নিজের বাসায় অতিরিক্ত ওষুধ খাওয়ায় মৃত্যু হয় অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরোর।

মৃত্যুর পর মনরোর কয়েকটি প্রতিকৃতি আঁকেন যুক্তরাষ্ট্রের শিল্পী ওয়ারহল। ১৯৬৪ সালে এই সিরিজের একটি শিল্পকর্ম ‘শট সেজ ব্লু মেরিলিন’। উজ্জ্বল কমলা রং এবং চিত্তাকর্ষক অভিব্যক্তিসহ প্রতিকৃতিটি ওয়ারহলের সবচেয়ে আইকনিক এবং বিখ্যাত চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। সেই সময় ওয়ারহলের শিল্পকর্মটি বেশ সাড়া তোলে।

১৯৬২ সালে নিজের বাসায় অতিরিক্ত ওষুধ খাওয়ায় মৃত্যু হয় অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরোর। ছবি: সংগৃহীত

তারকাদের চিত্রকর্মের জন্য বিখ্যাত চিত্রশিল্পী ওয়ারহলের মৃত্যু হয় ১৯৮৭ সালে।

শিল্পকর্মটি সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান থমাস অ্যান্ড ডোরিস আম্মানের সংগ্রহশালায় ছিল। এটি নিউ ইয়র্কে আয়োজিত নিলামে বিক্রির জন্য তোলে যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি।

মাত্র চার মিনিটের নিলামে চিত্রকর্মটির দাম ওঠে ১৭ কোটি ডলার। এর সঙ্গে কর যুক্ত হয়ে মোট দাম দাঁড়ায় ১৯ কোটি ৫ লাখ ডলার।

নিলামে সর্বোচ্চ দামে যুক্তরাষ্ট্রের কোনো চিত্রশিল্পীর চিত্রকর্ম বিক্রির রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। ১৯৮২ সালে জ্যঁ-মিশেল বাসকিয়াতের আঁকা একটি শিল্পকর্ম ১১ কোটি ৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

ক্রিস্টির চিত্রকর্ম বিভাগের চেয়ারম্যান অ্যালেক্স রটার বলেন, ‘শট সেজ ব্লু মেরিলিন’ যুক্তরাষ্ট্রের পপ চিত্রশিল্পের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

১৯৫৩ সালে ‘নিয়াগারা’ চলচ্চিত্রের প্রচার-প্রচারণার জন্য মেরিলিন মনরোর একটি স্থিরচিত্রের ওপর ভিত্তি করে ‘শট সেজ ব্লু মেরিলিন’ আঁকা হয়েছিল।

চিত্রকর্মটির নামকরণ করা হয় একটি ঘটনার ভিত্তিতে। ঘটনাটি হলো, এক নারী পিস্তল নিয়ে ওয়ারহলের স্টুডিওতে ঢুকে মনরোর চারটি ছবিতে গুলি করেন। তবে গুলি থেকে বেঁচে যায় ‘শট সেজ ব্লু মেরিলিন’ চিত্রকর্মটি।

১৯৬২ সালের ৪ আগস্ট ৩৬ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে নিজের বাসায় অতিরিক্ত ওষুধ খাওয়ায় মৃত্যু হয় মেরিলিন মনরোর।

এ বিভাগের আরো খবর