বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৩ বছর পর নতুন অ্যাভাটারের টিজার, মুক্তি বছর শেষে

  •    
  • ৯ মে, ২০২২ ২২:০৫

ধারণা করা হচ্ছে, পরিবারকে বেশ গুরুত্ব দেয়া হবে এবারের পর্বে। এ ছাড়া সিনেমার নাম এবং টিজার দেখে এও ধারণা করা হচ্ছে যে এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে।

কয়েক বছরের অপেক্ষা-প্রতীক্ষা, কৌতূহল-আকর্ষণ মিটল কিছুটা হলেও। প্রকাশ পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত দুনিয়া কাঁপানো সিনেমা অ্যাভাটারের নতুন পর্ব অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার টিজার ট্রেলার।

প্রথম সিনেমা অ্যাভাটার (২০০৯) মুক্তির ১৩ বছর পর পাওয়া গেল দ্বিতীয় পর্বের টিজার। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ডিসেম্বর, আর ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটি চলবে উত্তর আমেরিকায়।

অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার টিজারের দৃশ্য। ছবি: সংগৃহীত

সোমবার রাতে অ্যাভাটার ও ডিজনির ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয়। পুরো টিজারে কথা রাখা হয়েছে একটি। সেটি হলো, ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ।’

ধারণা করা হচ্ছে, পরিবারকে বেশ গুরুত্ব দেয়া হবে এবারের পর্বে। এ ছাড়া সিনেমার নাম এবং টিজার দেখে এও ধারণা করা হচ্ছে যে এবারের পর্বের গল্প সাজানো হয়েছে পানি ও তার ভেতরে থাকা জীবনশক্তি নিয়ে।

অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার টিজারের দৃশ্য। ছবি: সংগৃহীত

টিজার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার প্রযোজক জন ল্যান্ডউ বলেছিলেন, ‘জেমস ক্যামেরনের স্ক্রিপ্টগুলো সব সময় সর্বজনীন। চারটি সিক্যুয়ালের প্রতিটির কেন্দ্রে থাকবে সুলি পরিবার। প্রতিটি গল্প হলে আলাদা আলাদা এবং সবগুলোর শেষটাও হবে ভিন্ন। প্রতিটি ফিল্মের জন্য একটি পরিপূর্ণ রেজ্যুলিউশন থাকবে। আবার চারটি মিলে তৈরি হবে একটি বৃহত্তর মহাকাব্যিক কাহিনি।’

জ্যাক সুলি, নেইটিরি ও তাদের অ্যাভাটার পরিবার কী রকম সমস্যায় পড়তে যাচ্ছে এবং সেই সমস্যা তারা সমাধান করতে পারবেন কি না, সেটাই এখন জানার অপেক্ষা।

এ বিভাগের আরো খবর