দেশের প্রেক্ষাগৃহ ছাড়াও সিনেমা ‘পাপ পুণ্য’ বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা এসেছিল আগেই। এবার জানা গেল, উত্তর আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি দেশে ও বিদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ মে। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব বলেন, ‘পাপ পুণ্য মুক্তি পাচ্ছে একযোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০-এর বেশি শহরে। এতে করে সিনেমাটি ২০ মে থেকে আমেরিকা ও কানাডার মোটামুটি ১ মিলিয়নের বেশি দর্শকের দেখার সুযোগ হচ্ছে। এটিই বাংলাদেশের সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের (অলমোস্ট) টোটাল মার্কেট সাইজ।
‘এ সংখ্যার কতজন সিনেমাটি দেখতে আসবেন, তার ওপর নির্ভর করছে কত দ্রুত আমরা পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি সিনেমা ইন্ডাস্ট্রি হওয়ার পথে এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘একটি হিসাবে দেখা গেছে, এই ১ মিলিয়ন দর্শকের ১০ ভাগের ১ ভাগ মানে মাত্র ১ লাখ দর্শক যদি নিয়মিত আমাদের সিনেমা দেখেন তাহলে শুধু কানাডা আর আমেরিকা থেকে আমাদের একেকটি সিনেমার গ্রস বক্স অফিস কালেকশন হবে ১ মিলিয়ন ডলারের ওপর। সুপারহিট, ব্লকবাস্টার হিট হলে তো সংখ্যাটা ২ মিলিয়ন ডলারে গিয়েও ঠেকতে পারে।’
স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, তাদের অফিশিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকায় ‘পাপ পুণ্য’ সিনেমার ১১২ হলের তালিকা। ১৮ মে থেকে থিয়েটারগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে শো-টাইম ও অগ্রিম টিকিট।
পাপ পুণ্য চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার এবং ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে দেশের প্রেক্ষাগৃহের তালিকা।