বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বছর পর মান্নাতের ব্যালকনিতে বলিউড বাদশা

  •    
  • ৪ মে, ২০২২ ১৩:০৩

শাহরুখ লেখেন, ‘ঈদে আপনাদের সঙ্গে দেখা করতে পারাটা কতটা আবেগঘন… আল্লাহ আপনাদের ভালোবাসায় ও সুখে রাখুক এবং অতীতের সবচেয়ে ভালো সময়ের চেয়েও ভালো হোক আপনাদের ভবিষ্যৎ।’

দুই বছর পর সেই চিরচেনা ভঙ্গিতে মান্নাতের বারান্দায় দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানকে। মঙ্গলবার ঈদের দিন তার বিখ্যাত বাড়ি মান্নাতের সামনে নেমেছিল জনসমুদ্র। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা।

জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, সালাম আর প্রণাম জানালেন। উচ্ছ্বসিত জনতা তখন যেন সত্যিই হাতে পেয়েছেন ঈদের চাঁদ। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সেইসব ছবিতে।

শাহরুখও তুলেছেন সেলফি। সেই সেলফি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে।

মান্নাতের ব্যালকনি থেকে ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

ক্যাপশনে লেখেন, ‘ঈদে আপনাদের সঙ্গে দেখা করতে পারাটা কতটা আবেগঘন… আল্লাহ আপনাদের ভালোবাসায় ও সুখে রাখুক এবং অতীতের সবচেয়ে ভালো সময়ের চেয়েও ভালো হোক আপনাদের ভবিষ্যৎ।’

শাহরুখের সেই পোস্ট ঈদের শুভেচ্ছায় ভরে উঠেছে। তার এক ভক্ত হিন্দিতে লিখেছেন, ‘দেখো চান্দ আয়া, চান্দ নজর আয়া।' আরেকজন লিখেছেন, ‘ফাইনালি ঈদি মিল গায়া।’

এ রকম হাজারও মন্তব্য শাহরুখের সেই পোস্টে। তার এমন ক্ষণিকের উপস্থিতি অজস্র মুখে হাসি ফোটায়।

মান্নাতের ব্যালকনি থেকে ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবি:সংগৃহীত

প্রতি বছর ঈদে শাহরুখের মান্নাতের সামনে নামে জনসমুদ্র। তিনি নিরাশ করেন না, ব্যালকনিতে দাঁড়িয়ে দর্শন দেন ভক্তদের। তবে করোনার কারণে গত ২ বছর ধরে শাহরুখের ‘ঈদ দর্শন’ স্থগিত ছিল।

তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ তার ভক্তদের শুভেচ্ছা জানাতেন।

এ বিভাগের আরো খবর