এই প্রথম পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, পান্থ কানাই এক সঙ্গে প্লে-ব্যাক করলেন সিনেমায়। অপারেশন সুন্দরবন সিনেমার একটি গানে এক সঙ্গে পাওয়া যাবে তিনজনকে।
‘রক্তের শেষ বিন্দু বাজি’ শিরোনামে গানটি লিখেছেন শাহান কবন্ধ, সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার। রক ঘরানার এই গানটি অপারেশন সুন্দরবন সিনেমার অ্যাকশন দৃশ্য গুলোর জন্য তৈরী করা হয়েছে বলে জানানো হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাপ্পা মজুমদারের স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ড করা হয়। বিজ্ঞপ্তিতে বাপ্পা মজুমদার বলেন, ‘পার্থদা প্রথমবার কোনো সিনেমার গানে প্লেব্যাক করলেন, সেই সঙ্গে আমার, পার্থ দা এবং পান্থ কানাই এই কলাবরেশন এই প্রথম। এই কাজটা আমার কাছে বিশেষ একটা কিছু হয়ে থাকবে।’
গানটি সম্পর্কে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। আমি সিনেমায় যে পাওয়ারটা রাখার চেষ্টা করেছে এই গানে তার প্রতিফলন আছে। বাপ্পা দা গানের মিউজিকটিও করেছেন খুব ভাল।’
বাঁ থেকে- পরিচালক দীপংকর দীপন, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, গীতিকার শাহান কবন্ধ ও সংগীতশিল্পী পান্থ কানাই। ছবি: সংগৃহীত
গানটি নিয়ে র্যাব ফোর্সেস এর লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাব ফোর্সেস এর অভিযানিক পটভূমি নিয়ে নির্মিত হয়েছ অপারেশন সুন্দরবন। সম্পূর্ণ ভিন্নধর্মী কাহিনী ও নির্মানশৈলীর মাধ্যমে সিনেমাটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা সিনেমাটির প্রতিটি ক্ষেত্রে নতুনত্ব ও চমকের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি।’
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত অপারেশন সুন্দরবন পরিচালনা করেছেন দীপংকর দীপন। চলচ্চিত্রটির সার্বিক নির্মাণ কার্যক্রম তত্ত্বাবধান করছে র্যাবের লিগাল ও মিডিয়া উইং। সিনেমাটি এই বছর আসন্ন ঈদ-উল-আযহাতে মুক্তি পাবে।
অপারেশন সুন্দরবনে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামানিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ। সুন্দরবনে চিত্রায়িত এই সিনেমাটি জলদস্যু মুক্ত করতে র্যাবের অভিযান স্মরণে নির্মিত।