বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ‘কেজিএফ টু’র রাজত্ব

  •    
  • ২৯ এপ্রিল, ২০২২ ১৭:৪০

বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে, ‘কেজিএফ টু’ কয়েকদিনের মধ্যে এক হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে। আর এর মধ্য দিয়ে এটি হবে এক হাজার কোটির ক্লাবের কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ভারতীয় সিনেমা।

গত ১৪ এপ্রিল মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ভারতের দক্ষিণের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু।

মুক্তির তৃতীয় সপ্তাহের প্রথম দিন গতকাল বৃহস্পতিবারও বক্স অফিসে নিজের রাজত্ব দেখিয়েছে সিনেমাটি। এদিনও সিনেমাটি ১৫ কোটি ২৮ লাখ রুপির ব্যবসা করেছে।

মোট ১৫ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী এপর্যন্ত ৯৫৯ কোটি ১০ লাখ রুপির ব্যবসা করেছে।

ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান শুক্রবার বিকেলে এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

#KGFChapter2 WW Box OfficeCROSSES ₹950 cr milestone mark.Week 1 - ₹ 720.31 crWeek 2 - ₹ 223.51 crWeek 3Day 1 - ₹ 15.28 crTotal - ₹ 959.10 crTOUGH COMPETITOR

— Manobala Vijayabalan (@ManobalaV) April 29, 2022

এদিকে শুধু হিন্দি ভার্সনেই সিনেমাটি ৩৪৮ কোটি ৮১ লাখ রুপির ব্যবসা করেছে বলে জানিয়েছেন আরেক ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

শুক্রবার দুপুরের দিকে এক টুইটে এ তথ্য জানিয়েছেন তিনি।

বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে, কেজিএফ টু কয়েকদিনের মধ্যে এক হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে। আর এর মধ্য দিয়ে এটি হবে এক হাজার কোটির ক্লাবের কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ভারতীয় সিনেমা।

ইতোমধ্যে হাজার কোটির ক্লাবে রয়েছে দঙ্গল (২০২৪ কোটি রুপি), বাহুবলী: দ্য কনক্লুশন (১৮১০ কোটি রুপি) ও আরআরআর (১১০০ কোটি রুপি)।

মুক্তির আগে থেকেই তুমুল আলোচনায় ছিল কেজিএফ টু। যেমনটি আলোচনায় ছিল, বাস্তবেও ঠিক বক্স অফিসে তেমনটিই ঘটছে।

সিনেমাটি হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে।

২০১৮ সালের শেষের দিকে মুক্তি পায় প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা কেজিএফ চ্যাপ্টার ওয়ান।

মুক্তির পর শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এটি।

গ্যাংস্টারদের নিয়ে গল্পের এই সিনেমায় দুর্দান্ত মারকুটে অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছিলেন কন্নড় সুপারস্টার যশ। শুধু তা-ই নয়, এই সিনেমা দিয়ে দেশের বাইরেও লাখো ভক্ত-অনুরাগী জুটিয়েছেন এই অভিনেতা।

যশ বাদেও কেজিএফ চ্যাপ্টার টু-তে আরেক মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ ছাড়া এতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনিধি শেট্টির মতো তারকারা।

এ বিভাগের আরো খবর