কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের শ্রদ্ধায় ‘অরণ্যের দিনরাত্রি’ ফিল্ম দিয়ে শুরু হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের থিম কান্ট্রি ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ৭টি ফিল্ম দেখানো হবে এবারের উৎসবে।
করোনা ভাইরাস সংক্রমনের কারণে স্থগিত থাকা ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সোমবার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ও আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক সন্দ্বীপ রায়, গৌতম ঘোষ, অভিনেত্রী নুসরাত জাহান, পরিচালক হরনাথ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, অভিনেত্রী পাওলি দাম, সায়নী ঘোষসহ অনেকে।
উদ্বোধনী বক্তব্যে বাংলা সিনেমা শিল্পে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাংলা সিনেমার প্রশংসা করে তিনি বলেন, ‘সিনেমা শিল্প ঘিরে অর্থনীতি তৈরি হয়। বাংলার অর্থনীতিতে সিনেমা শিল্পের অবদান রয়েছে। বাংলা টেলিশিল্প, সিনেমা শিল্পে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাংলার চলচ্চিত্র বিশ্বের মধ্যে সেরা।’
বিশ্ব বাণিজ্য সম্মেলনে এবার পশ্চিমবঙ্গের সিনেমা শিল্পক্ষেত্রকে ডাকা হয়নি। বিষয়টির উল্লেখ করে মমতা বলেন, ‘আগামী বছর থেকে সিনেমা ও টেলি শিল্পকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ডাকা হবে।’
কলকাতা চলচ্চিত্র উৎসবে এক সপ্তাহ ধরে ৪১টি দেশের ১৬০টি সিনেমা কলকাতা শহরের ১০টি হলে প্রদর্শন করা হবে।