বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলেটি আমাকে নিজের ঘরে নিয়ে যেত: কঙ্গনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ এপ্রিল, ২০২২ ১৬:৩৯

কুইনের নায়িকা জানান, তিনি তখন অনেক ছোট। পাড়ার এক ছেলে নানা অজুহাতে তাকে স্পর্শ করত।

ছোটবেলার সব স্মৃতিই আনন্দের হয় না, কিছু স্মৃতি হয় ভয়াবহ। মেয়েশিশুদের বেলায় যৌন হেনস্তার ঘটনা প্রায়ই শোনা যায়। তেমন একটি নিগ্রহের স্মৃতির কথা জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কুইন-এর নায়িকা জানান, তিনি তখন অনেক ছোট। পাড়ার এক ছেলে নানা অজুহাতে তাকে স্পর্শ করত। তখন সেগুলো না বুঝলেও এখন বেশ ভালোভাবেই বুঝতে পারেন কঙ্গনা।

কঙ্গনা অকপটে জানান, তাকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তার পর তাকে নগ্ন করে শরীর দেখত ছেলেটি।

তখন সেগুলোর মর্ম বুঝতে পারেননি অভিনেত্রী। ছোট কঙ্গনার মতো আরও অনেক মেয়ের সঙ্গে একই কাজ করত সেই পাড়ার ছেলে। বড় হওয়ার পর ধীরে ধীরে সব স্পষ্ট হয় কঙ্গনার কাছে।

সম্প্রতি ‘লক আপ’ নামের রিয়েলিটি শোতে গিয়ে এ ভয়াবহ স্মৃতির কথা জানান কঙ্গনা।

রজনীশ রাজি ঘাই পরিচালিত ধাকার সিনেমায় শিগগিরই দেখা যাবে কঙ্গনাকে। সেখানে তাকে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন লুকে। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২০ মে। তার অভিনীত তেজস, ইমারজেন্সি সিনেমাগুলো আছে মুক্তির অপেক্ষায়।

এ বিভাগের আরো খবর