বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানালিতে শুটিংয়ে রণবীর-রাশ্মিকা, গোপনে ভিডিও ভক্তের

  •    
  • ২৪ এপ্রিল, ২০২২ ১৩:২৬

শনিবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরকে কীরকম অবতারে দেখা যাবে তারও একঝলক মিলল। সঙ্গে রাশ্মিকার লুকও।

রণবীর কাপুরের পরনে ধবধবে সাদা পাঞ্জাবি-পাজামা, পাশেই লাল পেড়ে সাদা শাড়িতে দাঁড়িয়ে রাশ্মিকা মান্দানা। হিমাচল প্রদেশের মানালির পাহাড়ি বাঁকের রাস্তায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে শট বুঝে নিচ্ছেন তারা; এমন এক দৃশ্য চলন্ত গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেছেন তাদেরই এক ভক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি সেই ভিডিও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, শুক্রবার থেকেই হিমাচল প্রদেশের মানালিতে শুরু হয়েছে রণবীর-রাশ্মিকার অ্যানিমেল সিনেমার শুটিং। এদিনই সেখান থেকে রণবীরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল, তবে সিনেমার লুকে ছিলেন না তখন।

কিন্তু শনিবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে অ্যানিমেল সিনেমায় অভিনেতাকে কীরকম অবতারে দেখা যাবে তারও একঝলক মিলল। সঙ্গে রাশ্মিকার লুকও।

ক্রাইম ড্রামা অ্যানিমেল সিনেমাটির প্রযোজনা করছেন টি-সিরিজ। এতে রাশ্মিকা-রণবীর ছাড়াও থাকবেন অনিল কাপুর ও ববি দেওল।

২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে সিনেমাটি।

এই বছর সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে রণবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত সিনেমা ব্রহ্মাস্ত্র।

এদিকে পুষ্পা খ্যাত অভিনেত্রী রাশ্মিকা বলিউডে অভিষেক করতে চলেছেন মিশন মঞ্জু সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমায় রাশ্মিকার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

এ বিভাগের আরো খবর