রাজধানীর বিজয় সরনীতে হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের পরেই এটি চালু হবে বলে নিউজবাংলাকে জানান সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপনণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘মে মাসেই চালু হবে প্রেক্ষাগৃহটি। একটি স্ক্রিন থাকবে সেখানে। সিট সংখ্যা হবে ১৮৬টি।’
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভেতরে হচ্ছে সিনেপ্লেক্সটি। এরইমধ্যে অধিকাংশ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভেতরে ছবি। ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং এসকেএস টাওয়ারে রয়েছে স্টার সিনেপ্লেক্সের শাখা। নতুন করে এ তালিতায় যুক্ত হলো বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম।
ঢাকার বাইরেও সিনেপ্লেক্স নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম, কুমিল্লা ও বগুড়াতে শিগগিরই শেষ হবে এর নির্মাণকাজ।