আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী প্রশ্ন রেখে গেলেন তার ‘প্রিয় রাষ্ট্র’র কাছে।
তিনি জানতে চেয়েছেন, তার পরিচালিত সিনেমা শনিবার বিকেল বা স্যাটারডে আফটারনুন বাংলাদেশের মানুষ কবে দেখতে পারবে। তিন বছর ধরে সিনেমাটি আটকে আছে সেন্সর ও আপিল বোর্ডে।
ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সোমবার রাতে লিখেছেন, ‘হে, প্রিয় রাষ্ট্র আমার! আমার একটা ফিল্ম ছিল শনিবার বিকেল নামে। জাস্ট ইন কেস ইউ ফরগট! (কোনো কারণে ভুলে গিয়ে থাকেন) ছবিটা বাংলাদেশের মানুষ কবে দেখতে পারবে?’
দেশে সিনেমাটিকে সেন্সর না দেয়া হলেও আন্তর্জাতিক কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। বিদেশি প্রতিবেদন থেকে জানা যায় ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ফারুকী।
২০১৯ সালের জানুয়ারি মাসে সেন্সরে জমা দেয়ার পর সেন্সর বোর্ড একাধিকবার দেখেছে সিনেমাটি। কিন্তু ‘স্পর্শকাতর বিষয়’ এবং ‘দেশের ভাবমূর্তি নষ্ট হবে’ উল্লেখ করে সিনেমাটিকে নিষিদ্ধ বা ব্যান করা হয়।
সেন্সর বোর্ডের উপপরিচালক মোমিনুল হক মঙ্গলবার নিউজবাংলাকে বলেন, ‘সিনেমাটি নিষিদ্ধ হওয়ার পর সংশ্লিষ্টরা আপিল করেছেন। আপিল বোর্ড সিনেমাটি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।’
সিদ্ধান্ত নেয়ার কোনো তৎপরতা নেই বলে জানান উপপরিচালক। সেন্সরের আপিল বোর্ডের সভাপতি কেবিনেট সেক্রেটারি।
বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।
এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।