টানা পাঁচ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ে রণবীরের বাড়িতে পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে সারেন তারা।
বিয়েতে ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা ছেড়ে আলিয়া বেছে নিয়েছিলেন আইভরি রঙের অরগ্যাঞ্জার শাড়ি। মাথায় ছিল হাতে বোনা এমব্রয়ডারি টিস্যু ভেল, আর তার সঙ্গে মানানসই জমকালো গয়না।
ইতোমধ্যেই জানা সবাই জেনে গেছে যে, আলিয়ার বিয়ের শাড়ি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, কিন্তু এই শাড়ির দাম কত; এমন প্রশ্ন আলিয়ার ভক্ত-অনুরাগীদের।
ভারতীয় এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আলিয়া যে শাড়ি পরে বিয়ে করেছেন তার দাম আনুমানিক ৫০ লাখ রুপি। যদিও ডিজাইনার সব্যসাচী কিংবা আলিয়ার পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে দাবি এমনটাই।
বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম
এদিকে বিয়েতে রণবীর পরেছিলেন আইভরি রঙের সিল্ক শেরওয়ানি, সিল্ক অরগ্যাঞ্জা টোপর ও শাল। শালে ছিল জরির এমব্রয়ডারির কাজ।