বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েবে আসছে তাদের অভিনীত সিরিজ

  •    
  • ১৬ এপ্রিল, ২০২২ ১৯:১৪

এছাড়া কাইজার নামের একটি ওয়েব সিরিজও আসছে হইচইতে। এতে মুল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পীদের নতুন ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এসব ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, জাকিয়া বাড়ি মম, আফরান নিশোসহ অনেকে।

দৌড় নামের একটি ওয়েব সিরিজ আসছে হইচইতে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, শাহেদ আলীসহ অনেকে।

শাহেদ আলী নিউজবাংলাকে জানান, এটি নির্মাণ করেছেন রায়হান খান। এর শুটিং শেষও হয়ে গেছে।

শুটিং শেষ হয়েছে রিফিউজি নামের আরেক সিরিজের। এতে দেখা যাবে আফজার হোসেন, জাকিয়া বারী মমসহ আরও অনেককেই। মম নিউজবাংলাকে জানান, সিরিজটি নির্মাণ করেছেন ইমতিয়াজ সজিব।

এছাড়া কাইজার নামের একটি ওয়েব সিরিজও আসছে হইচইতে। এতে মুল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। সিরিজগুলো কবে আসবে সে ব্যাপারে এখনও কিছু জানায়টি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।

প্ল্যাটফর্মটি তাদের তাদের পঞ্চম বর্ষে পূর্তিতে বাংলাদেশ থেকে পাঁচটি অরিজিনাল নির্মাণের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে বলি ও সাবরিনা মুক্তি পেয়ে গেছে।

আরও মুক্তি পাওয়ার কথা রয়েছে সৈয়দ আহমেদ শাওকির কারাগার ও অমিতাভ রেজার একটি কনটেন্ট।

সম্প্রতি একটি ভিডিওতে মুক্তি প্রতীক্ষিত কনটেন্ট সম্পর্কে জানিয়েছে হইচই কর্তৃপক্ষ। সেখানেই জানা গেছে দৌড়, রিফিউজি ও কাইজার সম্পর্কে।

এ বিভাগের আরো খবর