শুধু আলোচনাতেই না, বক্স অফিসে ব্যাপক সফল দ্য কাশ্মীর ফাইলস। এখন সবার প্রশ্ন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা কী?
প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক, জানিয়েছেন আগামী সিনেমার নাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিবেক লিখেছেন, ‘যারা দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন, তদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কাশ্মিরী হিন্দু পণ্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প অপ্রকাশিত ছিল, তা সবার সামনে তুলে ধরা প্রয়োজন ছিল।’
বিবেক অগ্নিহোত্রীর আগামী সিনেমা দ্য দিল্লি ফাইলস। সিনেমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে আলোচনা। সবার আগ্রহ, নতুন সিনেমার প্রেক্ষাপট।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে যে হিংসাত্মক ঘটনা ঘটে, সেই ঘটনাই নাকি এবার উঠে আসবে বিবেক অগ্নিহোত্রীর সিনেমায়।
পাশাপাশি এও শোনা গেছে, ১৯৮৪ সালে দিল্লিতে শিখদের যে হিংসাত্মক ঘটনার মুখোমুখি হতে হয়, তার ওপর ভিত্তি করে তৈরি হবে দ্য দিল্লি ফাইলস। যদিও পরিচালক এ নিয়ে কোনো কথা জানাননি।