বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে চিঠিতে শিল্পী হাশেম খানের আক্ষেপ

  •    
  • ১৬ এপ্রিল, ২০২২ ১১:৪৬

ফেসবুকে নিজ অ্যাকাউন্টে প্রকাশ করা হাতে লেখা চিঠিতে চিত্রকলায় অনেক শূন্যতার কথা তুলে ধরেছেন হাশেম খান। তিনি লেখেন, ‘আজ ৩ বৈশাখ ১৪২১॥ ৮০ পেরিয়ে ৮১তে পা দিলাম। পূর্ণ উদ্যমে এখনও ছবি আকঁতে পারছি। এটাই আনন্দ…কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও জাতীয় চিত্রশালা আজও হয়নি।’

চিত্রকলায় নিমগ্ন শিল্পী হাশেম খান। ৬৬ বছর ধরে রং-তুলিতে ফুটিয়ে তুলেছেন বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি।

দীর্ঘ এ সময়ে দেশ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও নির্মাণ হয়নি জাতীয় চিত্রশালা। এ নিয়ে নিজের ৮১তম জন্মদিনে আক্ষেপ করেছেন শিল্পী।

ফেসবুকে নিজ অ্যাকাউন্টে প্রকাশ করা হাতে লেখা চিঠিতে চিত্রকলায় অনেক শূন্যতার কথা তুলে ধরেছেন হাশেম খান। তিনি লেখেন, ‘আজ ৩ বৈশাখ ১৪২১॥ ৮০ পেরিয়ে ৮১তে পা দিলাম। পূর্ণ উদ্যমে এখনও ছবি আকঁতে পারছি।

‘এটাই আনন্দ…কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও জাতীয় চিত্রশালা আজও হয়নি। জাতীয় জাদুঘরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও অন্যান্য শিল্পীদের ছবি, বহু মূল্যবান সম্পদ উপযুক্ত পরিকল্পনা ও অর্থাভাবে দিনে দিনে নষ্ট হচ্ছে; ধ্বংসের দিকে যাচ্ছে।’

হাশেম খান লেখেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগ্রহ করা শিল্পকর্মগুলোর অবস্থা কী, তা জানি না। ৬৬ বছর ধরে নিজের আঁকা কয়েক হাজার চিত্রকলার দিকে তাকিয়ে মাঝে মাঝেই উদাস হয়ে যাই—এগুলোর কী হবে?

‘নিজের কৃত শিল্পকর্ম দিয়ে একটি জাদুঘর হতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে যেতে যা কাজে লাগবে। কিন্তু কীভাবে? শুদ্ধ শিক্ষা, শুদ্ধ সংস্কৃতি চর্চার পথ সুগম হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

১৯৪২ সালের ১৬ এপ্রিল চাঁদপুরের ফরিদগঞ্জের সেকদী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিল্পী হাশেম খান। তৎকালীন কুমিল্লা জেলার স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ খান ও গৃহবধূ নূরেন্নেসা খানমের ১৪ সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ।

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান এ শিল্পী ১৯৬৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষকতা করেছেন। তার অনেক শিক্ষার্থী বাংলাদেশসহ সারা বিশ্বে শিল্পচর্চায় সুনাম অর্জন করেছেন।

এ বিভাগের আরো খবর